Katrina Kaif and Vicky Kaushal : রোম্যান্টিক ডিনার ডেট নেই! প্রেমের দিনে ক্যাটরিনাকে চুমুতে ভরিয়ে দিলেন ভিকি

Last Updated:
Katrina Kaif and Vicky Kaushal : কাজের চাপে এই বিশেষ দিনটাকে বিশেষ করে তুলতে পারলেন না ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
1/6
আজ ভ্যালেন্টাইনস ডে। প্রেম উদযাপনের দিন। গোটা বছর ভালোবাসায় থাকলেও আজকের দিনটা প্রিয়জনক প্রেম উৎসর্গ করার দিন। যতটা সময় একসঙ্গে কাটিয়ে, নানা ভাবে উদযাপন করে স্মরণীয় করে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য। কিন্তু কাজের চাপে এই বিশেষ দিনটাকে বিশেষ করে তুলতে পারলেন না ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
আজ ভ্যালেন্টাইনস ডে। প্রেম উদযাপনের দিন। গোটা বছর ভালোবাসায় থাকলেও আজকের দিনটা প্রিয়জনক প্রেম উৎসর্গ করার দিন। যতটা সময় একসঙ্গে কাটিয়ে, নানা ভাবে উদযাপন করে স্মরণীয় করে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য। কিন্তু কাজের চাপে এই বিশেষ দিনটাকে বিশেষ করে তুলতে পারলেন না ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
advertisement
2/6
বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তাই এই দিনটা যে এবার তাঁদের কাছে আরও স্পেশাল, তা বলাই বাহুল্য। কিন্তু প্রথম ভ্যালেন্টাইনস ডে হলে কী হবে! এবছর আর কোনও রোম্যান্টিক ডিনারে যাওয়া হল না তারকা দম্পতির।
বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তাই এই দিনটা যে এবার তাঁদের কাছে আরও স্পেশাল, তা বলাই বাহুল্য। কিন্তু প্রথম ভ্যালেন্টাইনস ডে হলে কী হবে! এবছর আর কোনও রোম্যান্টিক ডিনারে যাওয়া হল না তারকা দম্পতির।
advertisement
3/6
ক্যাটরিনা ছবির ক্যাপশনে লিখেছেন, "এবছর হয়তো আমরা রোম্যান্টিক ডিনারে যেতে পারছি না। কিন্তু তুমি আমার কঠিন সময়গুলো সুন্দর করে তোলো। আর সেটাই সব কিছু।"
ক্যাটরিনা ছবির ক্যাপশনে লিখেছেন, "এবছর হয়তো আমরা রোম্যান্টিক ডিনারে যেতে পারছি না। কিন্তু তুমি আমার কঠিন সময়গুলো সুন্দর করে তোলো। আর সেটাই সব কিছু।"
advertisement
4/6
কপালে স্নেহ চুম্বন। ভিকি ও ক্যাটরিনার এই রোম্যান্টিক ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেন। দুজনের রসায়ন স্নিগ্ধ। দুজনের এই ছবিতে মুগ্ধ হয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও।
কপালে স্নেহ চুম্বন। ভিকি ও ক্যাটরিনার এই রোম্যান্টিক ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেন। দুজনের রসায়ন স্নিগ্ধ। দুজনের এই ছবিতে মুগ্ধ হয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও।
advertisement
5/6
ভিকি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "তোমার সঙ্গে প্রতিটি দিন ভালোবাসার"। দুজনকেই এই ছবিতে সাদা পোশাকে দেখা যাচ্ছে।
ভিকি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "তোমার সঙ্গে প্রতিটি দিন ভালোবাসার"। দুজনকেই এই ছবিতে সাদা পোশাকে দেখা যাচ্ছে।
advertisement
6/6
প্রসঙ্গত, ২০২১ এর ৯ ডিসেম্বর রাজস্থানের রাজকীয় রাজবাড়িতে বিয়ের আসর বসেছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। বিয়ের দিনই তাঁরা নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন।
প্রসঙ্গত, ২০২১ এর ৯ ডিসেম্বর রাজস্থানের রাজকীয় রাজবাড়িতে বিয়ের আসর বসেছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। বিয়ের দিনই তাঁরা নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন।
advertisement
advertisement
advertisement