আজ ভ্যালেন্টাইনস ডে। প্রেম উদযাপনের দিন। গোটা বছর ভালোবাসায় থাকলেও আজকের দিনটা প্রিয়জনক প্রেম উৎসর্গ করার দিন। যতটা সময় একসঙ্গে কাটিয়ে, নানা ভাবে উদযাপন করে স্মরণীয় করে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য। কিন্তু কাজের চাপে এই বিশেষ দিনটাকে বিশেষ করে তুলতে পারলেন না ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।