Kareen Kapoor Khan Wedding Jewellery: ১২ বছর পর বিয়ের হার পরলেন করিনা কাপুর, অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং-এ নজর কাড়ল কুন্দন-মুক্তে মোড়ে নায়িকার দামী গয়না

Last Updated:
Kareena Kapoor Khan Wedding Jewellery: নিজের বিয়ের গয়নার সঙ্গে আধুনিক পোশাকে সাজিয়ে তোলেন করিনা কাপুর খান
1/8
অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানে নজর কড়েছেন বলিউডের সেলেবরা৷ সেখানে দেখা গেল করিনার কাপুর খানের গালায় তাঁর বিয়ের হার!
অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানে নজর কড়েছেন বলিউডের সেলেবরা৷ সেখানে দেখা গেল করিনার কাপুর খানের গালায় তাঁর বিয়ের হার!
advertisement
2/8
১২ বছর আগে সইফ আলি খানের সঙ্গে সংসার পাতেন বলিউডের অন্যতম সফল নায়িকা করিনা৷ কাপুর খানদানের মেয়ের বিয়ে হয় পদৌতি পরিবারে৷ ফলে রাজ পরিবারের বউমা হন করিনা৷
১২ বছর আগে সইফ আলি খানের সঙ্গে সংসার পাতেন বলিউডের অন্যতম সফল নায়িকা করিনা৷ কাপুর খানদানের মেয়ের বিয়ে হয় পদৌতি পরিবারে৷ ফলে রাজ পরিবারের বউমা হন করিনা৷
advertisement
3/8
১৬ অক্টোবর ২০১২ সালে ছোটে নবাবের সঙ্গে নিকাহ হয় করিনার৷ সেই সময় বলিউডের সেটাই ছিল শীর্ষ খবর৷ কারণ দু’জনেই বলিউডের জনপ্রিয় মুখ৷
১৬ অক্টোবর ২০১২ সালে ছোটে নবাবের সঙ্গে নিকাহ হয় করিনার৷ সেই সময় বলিউডের সেটাই ছিল শীর্ষ খবর৷ কারণ দু’জনেই বলিউডের জনপ্রিয় মুখ৷
advertisement
4/8
বলিউডের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক বহুদিনের৷ বলা যেতে পারে এই বিয়েতে বলিউডের দুই নামী পরিবারেরও মিলন ঘটে৷
বলিউডের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক বহুদিনের৷ বলা যেতে পারে এই বিয়েতে বলিউডের দুই নামী পরিবারেরও মিলন ঘটে৷
advertisement
5/8
৩১ বছর বয়সে বিয়ে করেন করিনা৷ বিয়েতে তাঁর সাজ ছিল অভিনব৷ নবাবি পরিবারের বউমাকে খানদানি গয়নায় মুড়ে দেন শাশুড়ি শর্মিলা৷
৩১ বছর বয়সে বিয়ে করেন করিনা৷ বিয়েতে তাঁর সাজ ছিল অভিনব৷ নবাবি পরিবারের বউমাকে খানদানি গয়নায় মুড়ে দেন শাশুড়ি শর্মিলা৷
advertisement
6/8
বিয়ের ১২ বছর পর ফের বিয়ের এক পুরনো হার পরলেন করিনা৷ কুন্দন, মুক্তে মোড়া সেই হারের দাম কোটি টাকার কম নয়!
বিয়ের ১২ বছর পর ফের বিয়ের এক পুরনো হার পরলেন করিনা৷ কুন্দন, মুক্তে মোড়া সেই হারের দাম কোটি টাকার কম নয়!
advertisement
7/8
যদিও আম্বানিদের অনুষ্ঠানে একেবারে অন্যরকম সাজের সঙ্গে বিয়ের হার পরেছিলেন করিনা৷ সাধারণত বিয়ের সময়ের গয়না অনেক ভারী হয় এবং ডিজাইনও হয় অন্যরকম৷
যদিও আম্বানিদের অনুষ্ঠানে একেবারে অন্যরকম সাজের সঙ্গে বিয়ের হার পরেছিলেন করিনা৷ সাধারণত বিয়ের সময়ের গয়না অনেক ভারী হয় এবং ডিজাইনও হয় অন্যরকম৷
advertisement
8/8
সেই কথা মাথায় রেখে অনবদ্য স্টাইলিং করেছিলেন অভিনেত্রী৷ ফলে তাঁর পোশাকের সঙ্গে হার খুব মানানসই ছিল৷ অনন্ত-রাধিকার প্রাক বিবাহে ৩দিন ব্যাপী ছিল অনুষ্ঠান৷ সেখানে হস্তাক্ষরের অনুষ্ঠানে নিজের বিয়ের গয়নার সঙ্গে আধুনিক পোশাকে সাজিয়ে তোলেন করিনা কাপুর খান৷
সেই কথা মাথায় রেখে অনবদ্য স্টাইলিং করেছিলেন অভিনেত্রী৷ ফলে তাঁর পোশাকের সঙ্গে হার খুব মানানসই ছিল৷ অনন্ত-রাধিকার প্রাক বিবাহে ৩দিন ব্যাপী ছিল অনুষ্ঠান৷ সেখানে হস্তাক্ষরের অনুষ্ঠানে নিজের বিয়ের গয়নার সঙ্গে আধুনিক পোশাকে সাজিয়ে তোলেন করিনা কাপুর খান৷
advertisement
advertisement
advertisement