Shahid Kapoor- Kareena Kapoor Khan: ‘শাহিদ’-এর নাম উঠতেই লজ্জায় লাল করিনা? ধরা পড়ল ভাইরাল ভিডিওতে
- Published by:Ratnadeep Ray
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Kareena Kapoor Khan relationship: এক সময় বলিউডের চর্চিত এবং মিষ্টি জুটি ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুর। কিন্তু সেসব এখন অতীত। অনেক দিনই পথ আলাদা হয়েছিল দু’জনের।
advertisement
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর সামনে উঠেছিল ‘শাহিদ’ নামটি। সঙ্গে সঙ্গে তাঁর মুখে ফুটে ওঠে এক অদ্ভুত অভিব্যক্তি, যা ধরা পড়ে গিয়েছে ক্যামেরায়। ভক্তরা যেমনটা ভাবছেন, বিষয়টা তেমন একেবারেই নয়। আসলে এটা অভিনেত্রীর এক সময়ের প্রেমিক শাহিদের প্রসঙ্গ নয়। ফিল্ম ‘শাহিদ’-এর বিষয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল হনসল মেহতাকে।
advertisement
নিজের আসন্ন ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন করিনা। ওই ছবিতে শুধু অভিনয়ই করবেন না, এর সঙ্গে সহ-প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। মূলত এই ছবির হাত ধরেই একসঙ্গে কাজ করবেন করিনা এবং হনসল মেহতা। ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক ‘শাহিদ’-এর মতো ছবি বানানোর জন্য হনসলের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
advertisement
advertisement
advertisement
বলাই বাহুল্য, ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছবিটি। দু’টি জাতীয় পুরস্কারও জিতেছিল সেই ছবি। আসলে ৬১-তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার মুকুট উঠেছিল রাজকুমারের মাথায়। আর সেরা পরিচালকের তকমা পেয়েছিলেন হনসল মেহতা। এদিকে চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। গত বছর এমএএমআই চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ছবিটির। প্রচুর ভালবাসা অর্জন করেছিল সেটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে করিনা কাপুর খানকে। তাঁর পাশাপাশি দেখা যাবে একাধিক আন্তর্জাতিক তারকাকেও।