Kareena Kapoor very old photo: নীল ফিতে-স্কুল ইউনিফর্মে করিনা, ২৫ বছর আগেও তিনি এমনই ছিলেন! ছবি দেখে বিচার করুন

Last Updated:
করিনরা (Kareena Kapoor Khan) এই ছবি দেখে যে কোনও বাঙালি গেয়ে উঠবেন নচিকেতার বিখ্যাত গান, লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম৷ তবে এখানে লালের পরিবর্তে নীল ফিতে!
1/6
*কাপুর খানদানের ব্যাপারই আলাদা৷ বলিউড তথা দেশের ফিল্মি ইতিহাসে রাজ কাপুরের অবদান অনেক৷ বলিউডকে বোল্ড হতে শিখিয়েছেন রাজ৷ তাঁর সেই ধারা বজায় রেখেছে তাঁর পরিবার৷ ছেলে থেকে নাতি-নাতনি, সকলেই মানুষের মনোরঞ্জনের জন্য কাজ করে চলেছেন৷ আপাতত কাপুর পরিবারের তৃতীয় প্রজন্ম, করিনা, করিশ্মা, রণবীর দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ রাজ কাপুরের নাতি-নাতনিদের মধ্যে করিনার কাজ সব থেকে বেশি নজরকাড়া৷ কারণ প্রায় ২০ বছর ধরে টানা তিনি প্রথম সারির হিরোইনের ভূমিকায় কাজ করছেন৷
*কাপুর খানদানের ব্যাপারই আলাদা৷ বলিউড তথা দেশের ফিল্মি ইতিহাসে রাজ কাপুরের অবদান অনেক৷ বলিউডকে বোল্ড হতে শিখিয়েছেন রাজ৷ তাঁর সেই ধারা বজায় রেখেছে তাঁর পরিবার৷ ছেলে থেকে নাতি-নাতনি, সকলেই মানুষের মনোরঞ্জনের জন্য কাজ করে চলেছেন৷ আপাতত কাপুর পরিবারের তৃতীয় প্রজন্ম, করিনা, করিশ্মা, রণবীর দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ রাজ কাপুরের নাতি-নাতনিদের মধ্যে করিনার কাজ সব থেকে বেশি নজরকাড়া৷ কারণ প্রায় ২০ বছর ধরে টানা তিনি প্রথম সারির হিরোইনের ভূমিকায় কাজ করছেন৷
advertisement
2/6
*বয়সকে তুড়ি মেরে উড়িয়ে করিনা এখনও যেন সমানভাবে আর্কষণীয়৷ দুই ছেলের মা, করিনার সেক্স আপিলে মাত এখনকার যুবারাও৷ কিছুদিন আগেই পশ্চিমবাংলা এসেছিলেন তিনি, ফিল্মের শ্যুটিং-এ৷ সেখান সঙ্গে ছিল তাঁর ছোট ছেলে জাহাঙ্গির৷ শ্যুটিং-এর ফাঁকে করিনার এক ঝলক পেতে মরিয়া ছিলেন সকলে৷ তবে দেখা সেভাবে না দিলেও করিনা নিজেই শেয়ার করলেন তাঁর স্কুল জীবনের ছবি৷
*বয়সকে তুড়ি মেরে উড়িয়ে করিনা এখনও যেন সমানভাবে আর্কষণীয়৷ দুই ছেলের মা, করিনার সেক্স আপিলে মাত এখনকার যুবারাও৷ কিছুদিন আগেই পশ্চিমবাংলা এসেছিলেন তিনি, ফিল্মের শ্যুটিং-এ৷ সেখান সঙ্গে ছিল তাঁর ছোট ছেলে জাহাঙ্গির৷ শ্যুটিং-এর ফাঁকে করিনার এক ঝলক পেতে মরিয়া ছিলেন সকলে৷ তবে দেখা সেভাবে না দিলেও করিনা নিজেই শেয়ার করলেন তাঁর স্কুল জীবনের ছবি৷
advertisement
3/6
*এই ছবি দেখে যে কোন বাঙালি গেয়ে উঠতে পারেন নচিকেতার বিখ্যাত গান, লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম! স্কুল গার্ল করিনা, সাল ১৯৯৬৷ প্রায় ২৬ বছর আগের ছবি স্মৃতির পাতা থেকে তুলে আনলেন নায়িকা৷ একেবারে ছিপছিপে, মুখে সারল্যের ছাপ৷ সামনে তখন ভবিষ্যৎ জীবনের হাতছানি!
*এই ছবি দেখে যে কোন বাঙালি গেয়ে উঠতে পারেন নচিকেতার বিখ্যাত গান, লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম! স্কুল গার্ল করিনা, সাল ১৯৯৬৷ প্রায় ২৬ বছর আগের ছবি স্মৃতির পাতা থেকে তুলে আনলেন নায়িকা৷ একেবারে ছিপছিপে, মুখে সারল্যের ছাপ৷ সামনে তখন ভবিষ্যৎ জীবনের হাতছানি!
advertisement
4/6
*এই স্কুল ড্রেস পরা মেয়েটিকে দেখে কে তখন জানত যে হিন্দি ছবির অন্যতম সেরা নায়িকা হবেন তিনি, জিতে নেবেন কোটি কোটি মানুষের হৃদয়, হবেন নবাব পত্নী এবং দুই মিষ্টি সন্তানের মা! এই ছবি সকলের সঙ্গে ভাগ করেছেন আবেগতাড়িত করিনা৷ তিনি লিখেছেন যে আমাদের পেশা খুবই মজাদার৷ বহু জায়গা, বহু মানুষকে মিলিয়ে দেয়৷
*এই স্কুল ড্রেস পরা মেয়েটিকে দেখে কে তখন জানত যে হিন্দি ছবির অন্যতম সেরা নায়িকা হবেন তিনি, জিতে নেবেন কোটি কোটি মানুষের হৃদয়, হবেন নবাব পত্নী এবং দুই মিষ্টি সন্তানের মা! এই ছবি সকলের সঙ্গে ভাগ করেছেন আবেগতাড়িত করিনা৷ তিনি লিখেছেন যে আমাদের পেশা খুবই মজাদার৷ বহু জায়গা, বহু মানুষকে মিলিয়ে দেয়৷
advertisement
5/6
*করিনার স্কুল হোয়েলম গার্লস-এর রাজস্থান বেড়ানেো ছবি৷ সঙ্গে যে বন্ধু ছিলেন সেই সময়, সেই বন্ধুরও শরীরে এখন অনেক পরিবর্তন এসেছে৷ সেদিনের দুই কিশোরী, এখন তরতাজা তরুণী৷ দু’জনে একসঙ্গে ছবি পোস্ট করলেন৷ করিনার স্কুলের ছবি দেখে বহু ভক্ত প্রচুর কমেন্ট করেছেন৷ দিদি করিশ্মাও লিখেছেন, খুব সুন্দর৷ বোন বেবোর সঙ্গে খুবই মধুর সম্পর্ক লোলো অর্থাৎ করিশ্মার৷ একসঙ্গে তাঁরা প্রচুর সময় কাটাতে ভালবাসেন৷ সেই ছবিও শেয়ার করেন৷ বোনের পুরনো ছবি দেখে যেন দিদিও কিছুটা নস্টালজিক হয়ে পড়েছেন৷
*করিনার স্কুল হোয়েলম গার্লস-এর রাজস্থান বেড়ানেো ছবি৷ সঙ্গে যে বন্ধু ছিলেন সেই সময়, সেই বন্ধুরও শরীরে এখন অনেক পরিবর্তন এসেছে৷ সেদিনের দুই কিশোরী, এখন তরতাজা তরুণী৷ দু’জনে একসঙ্গে ছবি পোস্ট করলেন৷ করিনার স্কুলের ছবি দেখে বহু ভক্ত প্রচুর কমেন্ট করেছেন৷ দিদি করিশ্মাও লিখেছেন, খুব সুন্দর৷ বোন বেবোর সঙ্গে খুবই মধুর সম্পর্ক লোলো অর্থাৎ করিশ্মার৷ একসঙ্গে তাঁরা প্রচুর সময় কাটাতে ভালবাসেন৷ সেই ছবিও শেয়ার করেন৷ বোনের পুরনো ছবি দেখে যেন দিদিও কিছুটা নস্টালজিক হয়ে পড়েছেন৷
advertisement
6/6
*এখন সুজয় ঘোষের ছবি দা ডিভোশন অব সাসপেক্ট এক্স-এর শ্যুটিং করলেন করিনা৷ মুক্তির অপেক্ষায় তাঁর ছবি লাল সিং চড্ডা৷ ছবিতে তিনি রয়েছেন আমির খানের বিপরীতে৷
*এখন সুজয় ঘোষের ছবি দা ডিভোশন অব সাসপেক্ট এক্স-এর শ্যুটিং করলেন করিনা৷ মুক্তির অপেক্ষায় তাঁর ছবি লাল সিং চড্ডা৷ ছবিতে তিনি রয়েছেন আমির খানের বিপরীতে৷
advertisement
advertisement
advertisement