Bipasha-Karan: মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা, মাত্র ৩ মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি, চিনে নিন করণ-বিপাশার 'ফাইটার'-কে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bipasha-Karan : বর্তমানে করণ সিং গ্রোভার তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ফাইটার-এর সাফল্য নিয়ে ব্যস্ত রয়েছেন৷ সাক্ষাৎকারে ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই নবজাতক মেয়ে দেবীর ওপেন হার্ট সার্জারি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷ বর্তমানে করণ সিং গ্রোভার তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ফাইটার-এর সাফল্য নিয়ে ব্যস্ত রয়েছেন৷ সাক্ষাৎকারে ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই নবজাতক মেয়ে দেবীর ওপেন হার্ট সার্জারি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷
advertisement
advertisement
advertisement
advertisement
২০২৩ সালে বিপাশা জানিয়েছিলেন, মেয়ের জন্মের তিন মাস পরে হার্ট সার্জারি করা হয়েছিল৷ দেবী যখন জন্মগ্রহণ করেছিল তখন তিনি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে ভুগছিল৷ ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল৷ তবে মেয়ের অপারেশনের সময় জীবনটা প্রায় থেমে গিয়েছিল৷ তবে এখন সমস্ত সঙ্কট কেটে গেছে, এবং দেবীও ভাল আছে৷