Kapil Sharma Death Threat: পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কপিল শর্মা...! সইফের রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ, টার্গেট আরও 'তিন'
- Published by:Rachana Majumder
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
শুধু কপিল শর্মাই নন। অভিনেতা রাজপাল যাদব, 'কমেডিয়ান' সুগন্ধা মিশ্র ও 'কোরিওগ্রাফার' রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা।
advertisement
advertisement
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ই-মেলে বলা হয়েছে, “আমরা আপনাদের সাম্প্রতিক কার্যকলাপের উপর কড়া নজর রাখছি। আমরা বিশ্বাস করি যে, সংবেদনশীল এই বিষয়টা আপনাদের দৃষ্টিগোচরে আনা অত্যন্ত জরুরি। এটা কোনও পাবলিক স্টান্ট নয় অথবা এটা আপনাদের হয়রানি করারও চেষ্টা নয়। আমরা অনুরোধ করছি যে, আপনারা এই বার্তাটিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করুন। আর গোপনীয়তা বজায় রাখুন।”
advertisement
advertisement
advertisement
‘দ্য কপিল শর্মা শো’ এবং ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো শোয়ের জন্য তুমুল জনপ্রিয়তা এবং খ্যাতি লাভ করেছেন কপিল শর্মা। সম্প্রতি নেটফ্লিক্সে তিনি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সঞ্চালনা করেছেন তিনি। নিজের কমেডি শো ছাড়াও ‘কিস কিসকো প্যায়ার করুঁ’, ‘ফিরঙ্গি’, ‘জ্বিগাটো’ এবং ‘ক্রু’-র মতো ছবিতে কাজ করেছেন কপিল।