Kajol Saroj: 'যৌনতা' নিয়ে সিরিয়াস নন কাজল? গানের শ্যুটে আরেকটু হলে নায়িকাকে চড়-ই মারছিলেন সরোজ খান
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kajol Saroj: বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি পুরোনো দিনে ফিরে গেছেন৷ কোরিওগ্রাফার সরোজ খানকে নিয়ে মুখ খুলেছেন নায়িকা৷
advertisement
advertisement
advertisement
কাম সম্পর্কেও কাজল বলেন,এরকম কোনও দৃশ্যে অভিনয় করতে কোনওদিনই পারিনি৷ যে কোনও বোল্ড দৃশ্যের জন্যই বরাবরই পরিচালকদের উপরেই নির্ভর করতে হয়৷ নিজের ভেতর থেকে কিছুই আসে না৷ আর এই কারণের জন্যই সরোজজি মারতে পর্যন্তও চেয়েছিলেন৷ এত কিছু পরও শেষ পর্যন্ত হাসিও থামাতে পারিনি আমি এবং সইফ৷ আমাদের অসভ্য পর্যন্ত শুনতে হয়েছিল সরোজ জির কাছ থেকে৷
advertisement