Kajol Saroj: 'যৌনতা' নিয়ে সিরিয়াস নন কাজল? গানের শ্যুটে আরেকটু হলে নায়িকাকে চড়-ই মারছিলেন সরোজ খান

Last Updated:
Kajol Saroj: বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি পুরোনো দিনে ফিরে গেছেন৷ কোরিওগ্রাফার সরোজ খানকে নিয়ে মুখ খুলেছেন নায়িকা৷
1/5
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি পুরোনো দিনে ফিরে গেছেন৷ কোরিওগ্রাফার সরোজ খানকে নিয়ে মুখ খুলেছেন নায়িকা৷  যা শুনে হতবাক হয়েছেন কাজলের ভক্তরা৷
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি পুরোনো দিনে ফিরে গেছেন৷ কোরিওগ্রাফার সরোজ খানকে নিয়ে মুখ খুলেছেন নায়িকা৷ যা শুনে হতবাক হয়েছেন কাজলের ভক্তরা৷
advertisement
2/5
কাজল জানিয়েছেন, নব্বইয়ের দশকের  'ইয়ে দিল্লাগি' ছবির রোম্যান্টিক গান 'হোঁটো পে ব্যস তেরা নাম হ্যায়'-এর শ্যুটিংয়ের সময় আর একটু হলেই কোরিওগ্রাফার সরোজ খানের থেকে চড় খাচ্ছিলেন কাজল৷
কাজল জানিয়েছেন, নব্বইয়ের দশকের 'ইয়ে দিল্লাগি' ছবির রোম্যান্টিক গান 'হোঁটো পে ব্যস তেরা নাম হ্যায়'-এর শ্যুটিংয়ের সময় আর একটু হলেই কোরিওগ্রাফার সরোজ খানের থেকে চড় খাচ্ছিলেন কাজল৷
advertisement
3/5
কাজল নিজেও স্বীকার করেছেন, রোম্যান্টিক গানের দৃশ্যে লাজুক হয়ে কীভাবে অনস্ক্রিনে আবেদনময়ী হয়ে উঠতে হবে, তা বুঝে উঠতেই পারছিলাম না ৷ এমনকী গানের শ্যুটিংয়ে চোখের পাতা নামানোর পর যে নম্র আচরণ করতে হবে সেটা পর্যন্ত রিলেট করতে পারছিলাম না৷
কাজল নিজেও স্বীকার করেছেন, রোম্যান্টিক গানের দৃশ্যে লাজুক হয়ে কীভাবে অনস্ক্রিনে আবেদনময়ী হয়ে উঠতে হবে, তা বুঝে উঠতেই পারছিলাম না ৷ এমনকী গানের শ্যুটিংয়ে চোখের পাতা নামানোর পর যে নম্র আচরণ করতে হবে সেটা পর্যন্ত রিলেট করতে পারছিলাম না৷
advertisement
4/5
কাম সম্পর্কেও কাজল বলেন,এরকম কোনও দৃশ্যে অভিনয় করতে কোনওদিনই পারিনি৷ যে কোনও বোল্ড দৃশ্যের জন্যই বরাবরই পরিচালকদের উপরেই নির্ভর করতে হয়৷ নিজের ভেতর থেকে কিছুই আসে না৷ আর এই কারণের জন্যই সরোজজি মারতে পর্যন্তও চেয়েছিলেন৷ এত কিছু পরও শেষ পর্যন্ত হাসিও থামাতে পারিনি আমি এবং সইফ৷ আমাদের অসভ্য পর্যন্ত শুনতে হয়েছিল সরোজ জির কাছ থেকে৷
কাম সম্পর্কেও কাজল বলেন,এরকম কোনও দৃশ্যে অভিনয় করতে কোনওদিনই পারিনি৷ যে কোনও বোল্ড দৃশ্যের জন্যই বরাবরই পরিচালকদের উপরেই নির্ভর করতে হয়৷ নিজের ভেতর থেকে কিছুই আসে না৷ আর এই কারণের জন্যই সরোজজি মারতে পর্যন্তও চেয়েছিলেন৷ এত কিছু পরও শেষ পর্যন্ত হাসিও থামাতে পারিনি আমি এবং সইফ৷ আমাদের অসভ্য পর্যন্ত শুনতে হয়েছিল সরোজ জির কাছ থেকে৷
advertisement
5/5
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,'লাস্ট স্টোরিজ ২'-এ দেখা যাবে কাজলকে।  কুমুদ মিশ্র এবং কাজলকে একজন বিবাহিত দম্পতির ভূমিকায় দেখা গেছে৷ আগামী ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২' ৷
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,'লাস্ট স্টোরিজ ২'-এ দেখা যাবে কাজলকে। কুমুদ মিশ্র এবং কাজলকে একজন বিবাহিত দম্পতির ভূমিকায় দেখা গেছে৷ আগামী ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২' ৷
advertisement
advertisement
advertisement