Shah Rukh Khan: শাহরুখের এই নায়িকা সেটে পড়ে গেলেই সিনেমা হিট! জানেন তিনি কে?
- Published by:Sayani Rana
Last Updated:
বলিউডে এখন পর্যন্ত অনেক অভিনেত্রীই নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। তাঁদের মধ্যে অনেকেই সাফল্যের বিভিন্ন স্তরে রয়েছেন। কিন্তু নব্বইয়ের দশকের এমন অভিনেত্রী ছিলেন যিনি শ্যুটিং সেটে পড়ে গেলেই নাকি ছবি হিট হত। এটা বিশ্বাস করতেন নির্মাতারা। এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। আসুন জেনে নেওয়া যাক সেই অভিনেত্রীর নাম।
বলিউডে এখন পর্যন্ত অনেক অভিনেত্রীই নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। তাঁদের মধ্যে অনেকেই সাফল্যের বিভিন্ন স্তরে রয়েছেন। কিন্তু নব্বইয়ের দশকের এমন অভিনেত্রী ছিলেন যিনি শ্যুটিং সেটে পড়ে গেলেই নাকি ছবি হিট হত। এটা বিশ্বাস করতেন নির্মাতারা। এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। আসুন জেনে নেওয়া যাক সেই অভিনেত্রীর নাম।
advertisement
কার কথা বলছি আন্দাজ করতে পারছেন? তিনি আর কেউ নন, বলিউডের প্রতিভাবান অভিনেত্রী কাজল। আসলে, কাজল তাঁর ক্যারিয়ারে অনেক হিট ছবি দিয়েছেন। এসব ছবিতে তাঁর কাজ খুবই প্রশংসিত হয়েছে। আমির খানও তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন এবং তাই 'ফানা'তে তিনি কাজলকে বেছে নিয়েছিলেন।
advertisement
কাজল এমন অনেক ছবি করেছেন, যার শ্যুট করতে গিয়ে সেটে পড়ে গিয়েছেন। কুছ কুছ হোতা হ্যায় ছবির সেটে সাইকেল থেকে পড়ে জ্ঞান হারান। সে সময় সেটে উপস্থিত সকলে খুব ভয় পেয়ে যান। পরে সেই ছবি হয় ব্লকবাস্টার। এমনকি দিলওয়ালে দুলহানিয়ার সেটেও কাজল পড়ে যান। আর তারপর এই ছবি তৈরি করেছে ইতিহাস।
advertisement
'কুছ কুছ হোতা হ্যায়', 'দিলওয়ালে দুলহানিয়া', 'মাই নেম ইজ খান' সব ছবির সেটেই পড়ে গিয়েছিলেন কাজল। শুধু তাই নয়, শাহরুখ খান বিশ্বাস করেন যে কাজল যে ছবির সেটে পড়ে যান, সেই ছবি ব্লকবাস্টার হয়ে যায়। তবে কাজল এই বিষয়টি উড়িয়ে দেন। গল্প, চিত্রনাট্য ও অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের গুণে এই সব ছবি হিট হয়েছে। অভিনেত্রী তার এক সাক্ষাৎকারে বলেন, "আমিই একমাত্র অভিনেত্রী যে সেটে প্রায়ই পড়ে যাই।"
advertisement
২০১০ সালের হিট ছবি 'মাই নেম ইজ খান'-এর সেটে প্রথম দিকে পড়েননি কাজল। অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন নির্মাতারা ভেবেছিলেন কী হয়েছে যে কাজল এখন পর্যন্ত সেটে পড়েনি। মানে, মানুষ মনে করতে শুরু করেছে যে তিনি সেটে পড়ে গেলেই ছবিটি হিট। আমার থেকে একবার জানতেও চাওয়া হয়ে যে আমার জুতো ঠিক আছে কি না, আপনি এখনও পড়েন নি। অবশেষে বাড়ি যাওয়ার ২ দিন আগে পড়ে গেলাম। তখন তিনি এতটাই স্বস্তি বোধ করেছিলেন, তা বলার ভাষা নেই। তাঁর আসলে আমার গল্পে ভরসা ছিল না, পতনে ভরসা ছিল।"
