২৩ বছরে বদলে গিয়েছে 'শাকা লাকা বুম বুম'-এর স্টার কাস্ট, এক অভিনেতা তো বাবাও হয়ে গিয়েছেন, দেখে নিন এক নজরে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
'Shaka Laka Boom Boom' Starcast Changed Look: ২০০০ সালে সম্প্রচারিত হত এটি। শিশুদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল জনপ্রিয়তা। বছরের পর বছর দর্শকদের মনোরঞ্জন করেছিল এই ফ্যান্টাসি কাহিনি।
advertisement
advertisement
advertisement
এবার আসা যাক 'সঞ্জু'-র কথায়। যার জাদু-পেনসিল এই ধারাবাহিকের চালিকা শক্তি। এই পেনসিল দিয়েই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিত সঞ্জু। 'শাকা লাকা বুম বুম'-এ সঞ্জু চরিত্রে অভিনয় করতেন অভিনেতা কিংশুক বৈদ্য। বড় হওয়ার পর এই অভিনেতা 'ওহ তো হ্যায় আলবেলা', 'জাত না পুছো প্রেম কি', 'এক রিশতা শামান্দি কা'-এর মতো অনেক ধারাবাহিকে কাজ করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement