২৩ বছরে বদলে গিয়েছে 'শাকা লাকা বুম বুম'-এর স্টার কাস্ট, এক অভিনেতা তো বাবাও হয়ে গিয়েছেন, দেখে নিন এক নজরে

Last Updated:
'Shaka Laka Boom Boom' Starcast Changed Look: ২০০০ সালে সম্প্রচারিত হত এটি। শিশুদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল জনপ্রিয়তা। বছরের পর বছর দর্শকদের মনোরঞ্জন করেছিল এই ফ্যান্টাসি কাহিনি।
1/8
 দিনের পর দিন কেটে যায়। পুরনো ছবি মনে করিয়ে দেয়, কতটা সময় পার হয়ে এসেছি আমরা। ঠিক সেই রকমই এক জনপ্রিয় টিভি শো 'শাকা লাকা বুম বুম'। ২০০০ সালে সম্প্রচারিত হত এটি। শিশুদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল জনপ্রিয়তা। বছরের পর বছর দর্শকদের মনোরঞ্জন করেছিল এই ফ্যান্টাসি কাহিনি।
দিনের পর দিন কেটে যায়। পুরনো ছবি মনে করিয়ে দেয়, কতটা সময় পার হয়ে এসেছি আমরা। ঠিক সেই রকমই এক জনপ্রিয় টিভি শো 'শাকা লাকা বুম বুম'। ২০০০ সালে সম্প্রচারিত হত এটি। শিশুদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল জনপ্রিয়তা। বছরের পর বছর দর্শকদের মনোরঞ্জন করেছিল এই ফ্যান্টাসি কাহিনি।
advertisement
2/8
আজও সকলের মনে একই রকম জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। কিন্তু গত ২৩ বছরে একেবারে বদলে গিয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা। জনপ্রিয় চরিত্রের অভিনেতারা এখন সকলেই বড় হয়ে গিয়েছেন। কেমন আছেন তাঁরা, দেখে নেওয়া যাক।
আজও সকলের মনে একই রকম জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। কিন্তু গত ২৩ বছরে একেবারে বদলে গিয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা। জনপ্রিয় চরিত্রের অভিনেতারা এখন সকলেই বড় হয়ে গিয়েছেন। কেমন আছেন তাঁরা, দেখে নেওয়া যাক।
advertisement
3/8
 প্রথমেই বলা যাক, জেনিফার উইঙ্গেটের কথা। এই ধারাবাহিকে তিনি নিজের নিষ্পাপ সৌন্দর্যে সকলকে মোহিত করে দিয়েছিলেন। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করার পর বহু ধারাবাহিকে দারুণ কাজ করেছেন জেনিফার, কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও।
প্রথমেই বলা যাক, জেনিফার উইঙ্গেটের কথা। এই ধারাবাহিকে তিনি নিজের নিষ্পাপ সৌন্দর্যে সকলকে মোহিত করে দিয়েছিলেন। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করার পর বহু ধারাবাহিকে দারুণ কাজ করেছেন জেনিফার, কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও।
advertisement
4/8
এবার আসা যাক 'সঞ্জু'-র কথায়। যার জাদু-পেনসিল এই ধারাবাহিকের চালিকা শক্তি। এই পেনসিল দিয়েই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিত সঞ্জু। 'শাকা লাকা বুম বুম'-এ সঞ্জু চরিত্রে অভিনয় করতেন অভিনেতা কিংশুক বৈদ্য। বড় হওয়ার পর এই অভিনেতা 'ওহ তো হ্যায় আলবেলা', 'জাত না পুছো প্রেম কি', 'এক রিশতা শামান্দি কা'-এর মতো অনেক ধারাবাহিকে কাজ করেছেন।
এবার আসা যাক 'সঞ্জু'-র কথায়। যার জাদু-পেনসিল এই ধারাবাহিকের চালিকা শক্তি। এই পেনসিল দিয়েই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিত সঞ্জু। 'শাকা লাকা বুম বুম'-এ সঞ্জু চরিত্রে অভিনয় করতেন অভিনেতা কিংশুক বৈদ্য। বড় হওয়ার পর এই অভিনেতা 'ওহ তো হ্যায় আলবেলা', 'জাত না পুছো প্রেম কি', 'এক রিশতা শামান্দি কা'-এর মতো অনেক ধারাবাহিকে কাজ করেছেন।
advertisement
5/8
'শাকা লাকা বুম বুম'-এর অভিনেতা আদিত্য কাপাডিয়া অর্থাৎ 'ঝুমরু' এখন অভিনয় জগতে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর দারুন জনপ্রিয়তা।  কিছুদিন আগেই সন্তানের বাবা হয়েছেন। তা নিয়ে ভক্তদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে।
'শাকা লাকা বুম বুম'-এর অভিনেতা আদিত্য কাপাডিয়া অর্থাৎ 'ঝুমরু' এখন অভিনয় জগতে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর দারুন জনপ্রিয়তা। কিছুদিন আগেই সন্তানের বাবা হয়েছেন। তা নিয়ে ভক্তদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে।
advertisement
6/8
 শিশুশিল্পী হংসিকা মোতওয়ানি এখন দক্ষিণী ছবির জগতে পরিচিত নাম। 'কোই মিল দয়া' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। দক্ষিণের বহু সুপারহিট ছবিতে কাজ করছেন হংসিকা।
শিশুশিল্পী হংসিকা মোতওয়ানি এখন দক্ষিণী ছবির জগতে পরিচিত নাম। 'কোই মিল দয়া' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। দক্ষিণের বহু সুপারহিট ছবিতে কাজ করছেন হংসিকা।
advertisement
7/8
'ফ্রুটি' অর্থাৎ শিশুদের প্রিয় ধারাবাহিক 'সোনপরি'-এর অভিনেত্রী তনভি হেগড়েকেও দেখা গিয়েছিল 'শাকা লাকা বুম বুম'-এ। ধারাবাহিকের দুনিয়া থেকে এখন যদিও দূরে এই অভিনেত্রী। তিনি কাজ করেন দক্ষিণের চলচ্চিত্রে।
'ফ্রুটি' অর্থাৎ শিশুদের প্রিয় ধারাবাহিক 'সোনপরি'-এর অভিনেত্রী তনভি হেগড়েকেও দেখা গিয়েছিল 'শাকা লাকা বুম বুম'-এ। ধারাবাহিকের দুনিয়া থেকে এখন যদিও দূরে এই অভিনেত্রী। তিনি কাজ করেন দক্ষিণের চলচ্চিত্রে।
advertisement
8/8
'সঞ্জনা' ওরফে অভিনেত্রী রিনা ভোরা, একই সঙ্গে ধারাবাহিক এবং চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেন। যদিও. মুখ্য চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এই অভিনেত্রী।
'সঞ্জনা' ওরফে অভিনেত্রী রিনা ভোরা, একই সঙ্গে ধারাবাহিক এবং চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেন। যদিও. মুখ্য চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এই অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement