Jeetu Nabanita Divorce : পরিশ্রমটা দেখে না, দোষ দিতে চলে আসে... নবনীতার সঙ্গে ডিভোর্সের মাঝেই জিতুর রিল নিয়ে বিতর্ক!

Last Updated:
Jeetu Nabanita Divorce : জিতু বা নবনীতা কেউই একে অপরের সম্পর্কের এখনও পর্যন্ত কোনও কুমন্তব্য করেননি। একে অপরের প্রতি সামাজিক শ্রদ্ধার সম্পর্কটুকু বজায় রেখেছেন। কিন্তু...
1/10
ডিভোর্সের পথে হেঁটেছেন জিতু কমল আর নবনীতা দাস। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা করার পরই মন ভেঙেছে ভক্তদের। বিতর্কের কেন্দ্রে এসেছেন প্রাক্তন জুটি।
ডিভোর্সের পথে হেঁটেছেন জিতু কমল আর নবনীতা দাস। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা করার পরই মন ভেঙেছে ভক্তদের। বিতর্কের কেন্দ্রে এসেছেন প্রাক্তন জুটি।
advertisement
2/10
ভক্তদের চোখ জিতু-নবনীতার সোশ্যাল মিডিয়ায়। তাঁদের নতুন কোনও পোস্ট এলেই সঙ্গে সঙ্গে অনুরোধ, ‘দাদা আপনারা আবার এক হয়ে যান’, ‘দিদি তুমি আর জিতু আবার সব ঠিক করে নাও’।
ভক্তদের চোখ জিতু-নবনীতার সোশ্যাল মিডিয়ায়। তাঁদের নতুন কোনও পোস্ট এলেই সঙ্গে সঙ্গে অনুরোধ, ‘দাদা আপনারা আবার এক হয়ে যান’, ‘দিদি তুমি আর জিতু আবার সব ঠিক করে নাও’।
advertisement
3/10
জিতু বা নবনীতা কেউই একে অপরের সম্পর্কের এখনও পর্যন্ত কোনও কুমন্তব্য করেননি। একে অপরের প্রতি সামাজিক শ্রদ্ধার সম্পর্কটুকু বজায় রেখেছেন। কিন্তু...
জিতু বা নবনীতা কেউই একে অপরের সম্পর্কের এখনও পর্যন্ত কোনও কুমন্তব্য করেননি। একে অপরের প্রতি সামাজিক শ্রদ্ধার সম্পর্কটুকু বজায় রেখেছেন। কিন্তু...
advertisement
4/10
মাঝে মধ্যে তাঁদের পোস্টের বক্তব্যে নিহীত থাকে রাগ, বিক্ষোভ, কষ্ট, আবার একা ভাল থাকার কথা। তাতেই শুরু হয় জল্পনা। সম্প্রতি জিতুর একটি রিল দেখে সেরকমই মনে হল ভক্তদের।
মাঝে মধ্যে তাঁদের পোস্টের বক্তব্যে নিহীত থাকে রাগ, বিক্ষোভ, কষ্ট, আবার একা ভাল থাকার কথা। তাতেই শুরু হয় জল্পনা। সম্প্রতি জিতুর একটি রিল দেখে সেরকমই মনে হল ভক্তদের।
advertisement
5/10
যেখানে দেখা যাচ্ছে, শ্যুটের জন্য লন্ডনে জিতু। হোটেলের জানলায় বসে একটি ভিডিও করেছেন নিজের। নেপথ্যে চালিয়েছেন একটি কবিতা। যেখানে শোনা যাচ্ছে, এক পুরুষের গলা।
যেখানে দেখা যাচ্ছে, শ্যুটের জন্য লন্ডনে জিতু। হোটেলের জানলায় বসে একটি ভিডিও করেছেন নিজের। নেপথ্যে চালিয়েছেন একটি কবিতা। যেখানে শোনা যাচ্ছে, এক পুরুষের গলা।
advertisement
6/10
তিনি বলছেন, ‘‘তোমার পরিশ্রমটা কেউ দেখবে না, তোমায় দোষ দিতে চলে আসবে। ভাল কিছু করতে না পারলে তোমার ভুল বার করা হবে। আর ভাল করে ফেললে তোমার ভাগ্যের বাহবা দেওয়া হবে।’’
তিনি বলছেন, ‘‘তোমার পরিশ্রমটা কেউ দেখবে না, তোমায় দোষ দিতে চলে আসবে। ভাল কিছু করতে না পারলে তোমার ভুল বার করা হবে। আর ভাল করে ফেললে তোমার ভাগ্যের বাহবা দেওয়া হবে।’’
advertisement
7/10
‘‘এই দুনিয়া একটাই নিয়ম জানে। যার প্রভাব রয়েছে, তার সঙ্গেই এই দুনিয়া চলে।’’ ভিডিওয়ে এই কবিতা রাখা মানেই যে তিনি এই বক্তব্যের সঙ্গে নিজের পরিস্থিতিকে মেলাচ্ছেন তা তো জানাই কথা।
‘‘এই দুনিয়া একটাই নিয়ম জানে। যার প্রভাব রয়েছে, তার সঙ্গেই এই দুনিয়া চলে।’’ ভিডিওয়ে এই কবিতা রাখা মানেই যে তিনি এই বক্তব্যের সঙ্গে নিজের পরিস্থিতিকে মেলাচ্ছেন তা তো জানাই কথা।
advertisement
8/10
আর তেমনটাই ধরে নিয়ে মন্তব্য করেছেন ভক্তরা। কেউ কেউ তাঁকে আর নবনীতাকে ডিভোর্স না করার অনুরোধ জানিয়েছেন, কেউ আবার রাগ দেখিয়ে লিখেছেন, ‘ভাল হওয়ার ভান না করে সত্যি ভাল মানুষ হয়ে দেখান। যত সব নাটক!’
আর তেমনটাই ধরে নিয়ে মন্তব্য করেছেন ভক্তরা। কেউ কেউ তাঁকে আর নবনীতাকে ডিভোর্স না করার অনুরোধ জানিয়েছেন, কেউ আবার রাগ দেখিয়ে লিখেছেন, ‘ভাল হওয়ার ভান না করে সত্যি ভাল মানুষ হয়ে দেখান। যত সব নাটক!’
advertisement
9/10
কোন পরিপ্রেক্ষিতে জিতের এই রিল, তা স্পষ্ট না হলেও অনেকেরই ধারণা, যেহেতু নবনীতার সঙ্গে তাঁর ডিভোর্স হচ্ছে, এবং অনেকেই তাঁকেই দোষীর তকমা দিয়েছেন, তাই হয়তো এই কথাগুলি বলতে চাইলেন জিতু।
কোন পরিপ্রেক্ষিতে জিতের এই রিল, তা স্পষ্ট না হলেও অনেকেরই ধারণা, যেহেতু নবনীতার সঙ্গে তাঁর ডিভোর্স হচ্ছে, এবং অনেকেই তাঁকেই দোষীর তকমা দিয়েছেন, তাই হয়তো এই কথাগুলি বলতে চাইলেন জিতু।
advertisement
10/10
পাঁচ বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে যে যোগাযোগটুকুও আর তেমন নেই, সে কথা নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন নবনীতা নিজেই। ফলে ভক্তদের আশা পূরণ হয়তো হবে না।
পাঁচ বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে যে যোগাযোগটুকুও আর তেমন নেই, সে কথা নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন নবনীতা নিজেই। ফলে ভক্তদের আশা পূরণ হয়তো হবে না।
advertisement
advertisement
advertisement