Jeetu Kamal-Nabanita Das: 'বিশ্বাসযোগ্য হও, কিন্তু...', নবনীতার 'পরকীয়া'র খবর ছড়াতেই ফোঁস করলেন জিতু, এক পোস্টেই ধুন্ধুমার

Last Updated:
Jeetu Kamal-Nabanita Das: ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে তাঁর। গত জুনে স্ত্রী নবনীতা দাসের সঙ্গে জিতু কমলের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে লেগে থাকে কাটাছেঁড়া।
1/6
ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে তাঁর। গত জুনে স্ত্রী নবনীতা দাসের সঙ্গে জিতু কমলের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে লেগে থাকে কাটাছেঁড়া।
ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে তাঁর। গত জুনে স্ত্রী নবনীতা দাসের সঙ্গে জিতু কমলের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে লেগে থাকে কাটাছেঁড়া।
advertisement
2/6
নেটমাধ্যমে নবনীতা নিজেই জানিয়েছিলেন আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা। কিন্তু কেন এমন পদক্ষেপ, সে বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি দু'জনের কেউই।
নেটমাধ্যমে নবনীতা নিজেই জানিয়েছিলেন আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা। কিন্তু কেন এমন পদক্ষেপ, সে বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি দু'জনের কেউই।
advertisement
3/6
আপাতত ছাদ আলাদা হয়েছে জিতু-নবনীতার। দূরত্ব বাড়লেও দু'জনের মধ্যে নেই কোনও তিক্ততার রেশ।
আপাতত ছাদ আলাদা হয়েছে জিতু-নবনীতার। দূরত্ব বাড়লেও দু'জনের মধ্যে নেই কোনও তিক্ততার রেশ।
advertisement
4/6
গুঞ্জন, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। সম্প্রতি গোয়ার একই হোটেলে তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই যেন সেই গুঞ্জনে এক প্রকার শিলমোহর বসে যায়।
গুঞ্জন, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। সম্প্রতি গোয়ার একই হোটেলে তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই যেন সেই গুঞ্জনে এক প্রকার শিলমোহর বসে যায়।
advertisement
5/6
এর পরেই জিতুর একটি পোস্ট জল্পনা বাড়িয়ে দেয়। সম্প্রতি অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উক্তি পোস্ট করেছেন। সেখানে লেখা, 'বিশ্বাসযোগ্য হও, কিন্তু বোকা নয়।'
এর পরেই জিতুর একটি পোস্ট জল্পনা বাড়িয়ে দেয়। সম্প্রতি অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উক্তি পোস্ট করেছেন। সেখানে লেখা, 'বিশ্বাসযোগ্য হও, কিন্তু বোকা নয়।'
advertisement
6/6
অনেকেই মনে করছেন, নবনীতার দিকে ইঙ্গিত করেই এই পোস্ট জিতুর। অবশ্য স্ত্রীকে কেন্দ্র করে তৈরি বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেতা। নিউজ18 বাংলাকে তিনি বলেন, "আমি নবনীতা সম্পর্কিত কোনও বিষয়েই মন্তব্য করব না। ওর সম্পর্কে যেমন খারাপ কিছু শুনব না, ভাল কিছুও বলব না। কেউ খারাপ বলুক, সেটাও চাইব না।"
অনেকেই মনে করছেন, নবনীতার দিকে ইঙ্গিত করেই এই পোস্ট জিতুর। অবশ্য স্ত্রীকে কেন্দ্র করে তৈরি বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেতা। নিউজ18 বাংলাকে তিনি বলেন, "আমি নবনীতা সম্পর্কিত কোনও বিষয়েই মন্তব্য করব না। ওর সম্পর্কে যেমন খারাপ কিছু শুনব না, ভাল কিছুও বলব না। কেউ খারাপ বলুক, সেটাও চাইব না।"
advertisement
advertisement
advertisement