Jeetu-Nabanita Divorce : কে পাশে থাকবে, কে আছে... ডিভোর্সের মাঝে নবনীতার জন্মদিন, ফের মাঠে নামলেন জিতু! ফাঁস ভিডিও

Last Updated:
Jeetu-Nabanita Divorce : জিতু লিখলেন নবনীতাকে, ‘খুব খুব খুব ভাল থেকো।’ সঙ্গে দু’টি ইমোজি। এই পোস্টে দূরত্বের আঁচ পাওয়া গেল যেন।
1/8
ফের চমকে দিলেন জিতু কমল! ডিভোর্স-গুঞ্জনের মাঝেই নবনীতা দাসকে সারপ্রাইজ দিলেন নায়ক। আবারও শিরোনাম দখল টলিউড জুটির।
ফের চমকে দিলেন জিতু কমল! ডিভোর্স-গুঞ্জনের মাঝেই নবনীতা দাসকে সারপ্রাইজ দিলেন নায়ক। আবারও শিরোনাম দখল টলিউড জুটির।
advertisement
2/8
আজ, নবনীতার জন্মদিন। পাঁচ বছরের দাম্পত্যে এই প্রথম তাঁর স্বামী তাঁর কাছে নেই। বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছে যুগল। পথ আর এক নেই তাঁদের।
আজ, নবনীতার জন্মদিন। পাঁচ বছরের দাম্পত্যে এই প্রথম তাঁর স্বামী তাঁর কাছে নেই। বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছে যুগল। পথ আর এক নেই তাঁদের।
advertisement
3/8
কিন্তু এত দিনের একত্র যাপন, সে কী ভোলা যায়? যতই এখন তাঁরা দূরে থাকুন না কেন, নিজের ‘বাচ্চা বউ’-এর জন্মদিনে মনে মনে অনেকটা কাছে চলে এলেন জিতু।
কিন্তু এত দিনের একত্র যাপন, সে কী ভোলা যায়? যতই এখন তাঁরা দূরে থাকুন না কেন, নিজের ‘বাচ্চা বউ’-এর জন্মদিনে মনে মনে অনেকটা কাছে চলে এলেন জিতু।
advertisement
4/8
তাই জন্মদিনে ফেসবুকে শেয়ার করলেন একটি ভিডিও। ২০২০ সালে ওই ভিডিওটিই পোস্ট করেছিলেন জিতু। দম্পতির প্রেমের, আদরের মুহূর্ত ফুটে উঠেছিল।
তাই জন্মদিনে ফেসবুকে শেয়ার করলেন একটি ভিডিও। ২০২০ সালে ওই ভিডিওটিই পোস্ট করেছিলেন জিতু। দম্পতির প্রেমের, আদরের মুহূর্ত ফুটে উঠেছিল।
advertisement
5/8
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নবনীতার জন্য কেক এনেছেন জিতু। যেখানে লেখা, ‘শুভ জন্মদিন বউ’। আদর করে কেক খাইয়ে চুমু খেলেন স্ত্রীর গালে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নবনীতার জন্য কেক এনেছেন জিতু। যেখানে লেখা, ‘শুভ জন্মদিন বউ’। আদর করে কেক খাইয়ে চুমু খেলেন স্ত্রীর গালে।
advertisement
6/8
আর সেই পোস্টে জিতু তাঁর স্ত্রীকে লিখেছিলেন, ‘কে পাশে থাকবে, কে আছে, কে ছিল... তাতে কিচ্ছু যায় আসে না আমার।’
আর সেই পোস্টে জিতু তাঁর স্ত্রীকে লিখেছিলেন, ‘কে পাশে থাকবে, কে আছে, কে ছিল... তাতে কিচ্ছু যায় আসে না আমার।’
advertisement
7/8
এবার সেই পোস্টের উপরেই জিতু লিখলেন নবনীতাকে, ‘খুব খুব খুব ভাল থেকো।’ সঙ্গে দু’টি ইমোজি। এই পোস্টে দূরত্বের আঁচ পাওয়া গেল যেন।
এবার সেই পোস্টের উপরেই জিতু লিখলেন নবনীতাকে, ‘খুব খুব খুব ভাল থেকো।’ সঙ্গে দু’টি ইমোজি। এই পোস্টে দূরত্বের আঁচ পাওয়া গেল যেন।
advertisement
8/8
কিন্তু নবনীতা সেখানে কোনও মন্তব্য করেননি বা রিয়্যাক্টও করেননি। নবনীতা নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, আর কয়েক মাসের মধ্যেই তাঁদের ডিভোর্স চূড়ান্ত হয়ে যাবে।
কিন্তু নবনীতা সেখানে কোনও মন্তব্য করেননি বা রিয়্যাক্টও করেননি। নবনীতা নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, আর কয়েক মাসের মধ্যেই তাঁদের ডিভোর্স চূড়ান্ত হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement