জিতেন্দ্রর এই হিট ছবির গান শুনলে চোখে জল আসতে বাধ্য! অথচ ৯০ শতাংশ মানুষ এর মানেই জানেন না
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
ওই ছবিতে দেখা গিয়েছিল জিতেন্দ্র, রাজ বব্বর, রিনা রায়, পারভিন বাবির মতো তারকাদের। যে গানটির কথা হচ্ছে, সেটি শুনলে যে কেউ আবেগপ্রবণ হয়ে পড়বে।
প্রত্যেক পরিস্থিতির জন্য গান রয়েছে বলিউডে। সে উৎসবই হোক আর বিয়েই হোক। নতুন হোক কিংবা পুরনো, সেই গান একবার জনপ্রিয়তা পেলে তা বছরের পর বছর লোকের মুখে মুখে ফেরে। এমনই একটি গান রয়েছে, যেটি ৪১ বছর আগের। ওই ছবিতে দেখা গিয়েছিল জিতেন্দ্র, রাজ বব্বর, রিনা রায়, পারভিন বাবির মতো তারকাদের। যে গানটির কথা হচ্ছে, সেটি শুনলে যে কেউ আবেগপ্রবণ হয়ে পড়বে। তবে ৯০ শতাংশ মানুষ অবশ্য এর অর্থই জানেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওই গানটির আরও একটি লাইন রয়েছে, যেখানে পারভিন বাবিকে ভাবুক হয়ে যেতে দেখা যাবে। তিনি বলছেন, ‘ইয়াদ না আনা, ভুল না জানা’। অর্থাৎ বাবার বাড়িকে উদ্দেশ্য করে মেয়েটি বলছে, আমায় মনে করবে না। কারণ আমিও তোমাদের মনে করে কেঁদে ফেলব। আবার একই সঙ্গে সে বলছে, ‘ভুল না জানা’। অর্থাৎ নিজেদের মেয়েকেও আবার ভুলে যেও না তোমরা।