Janhvi Kapoor Calls Sridevi Best Mom: মাকে স্মরণ করে আবেগবহুল পোস্ট জাহ্নবীর, চোখে জল ভক্তকুলের

Last Updated:
Janhvi Kapoor Calls Sridevi Best Mom: ২০১৮ সালে দুর্ঘটনাবশত মৃত্যু হয় শ্রীদেবীর। সেই থেকে জাহ্নবী তাঁর বোন খুশি প্রতি মুহূর্তে মাকে অনুভব করেন৷
1/5
মা দিবসে আবেগতাড়িত জাহ্নবী কাপুর৷ প্রতি বছর এই দিনটিতে তিনি যেন আরও বেশি করে শ্রীদেবীর অনুপস্থিতি অনুভব করছেন৷
মা দিবসে আবেগতাড়িত জাহ্নবী কাপুর৷ প্রতি বছর এই দিনটিতে তিনি যেন আরও বেশি করে শ্রীদেবীর অনুপস্থিতি অনুভব করছেন৷
advertisement
2/5
মা দিবস উপলক্ষে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত মা, অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করেছেন৷ একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ফটোতে শ্রীদেবীকে  শিশু জাহ্নবীকে তাঁর কোলে নিয়ে রেখেছেন৷  ছবির পাশাপাশি, জাহ্নবী একটি আবেগপূর্ণ নোট লিখেছেন, শ্রীদেবী তাঁর অনুপস্থিতিতেও সেরা মা।
মা দিবস উপলক্ষে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত মা, অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করেছেন৷ একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ফটোতে শ্রীদেবীকে শিশু জাহ্নবীকে তাঁর কোলে নিয়ে রেখেছেন৷ ছবির পাশাপাশি, জাহ্নবী একটি আবেগপূর্ণ নোট লিখেছেন, শ্রীদেবী তাঁর অনুপস্থিতিতেও সেরা মা।
advertisement
3/5
তিনি লিখেছেন,  তোমার অনুপস্থিতিতেও আমি প্রতিদিন তোমার ভালবাসা অনুভব করি। তুমিবিশ্বের সেরা মা। তোমাকে  ভালোবাসি"
তিনি লিখেছেন, তোমার অনুপস্থিতিতেও আমি প্রতিদিন তোমার ভালবাসা অনুভব করি। তুমিবিশ্বের সেরা মা। তোমাকে ভালোবাসি"
advertisement
4/5
জাহ্নবীর ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা শ্রীদেবীকে  ভালবাসা জানিয়েছেন৷  অনন্যা পান্ডে, মহীপ কাপুর এবং মনীশ মালহোত্রা পোস্টে মন্তব্য করেছেন।
জাহ্নবীর ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা শ্রীদেবীকে ভালবাসা জানিয়েছেন৷ অনন্যা পান্ডে, মহীপ কাপুর এবং মনীশ মালহোত্রা পোস্টে মন্তব্য করেছেন।
advertisement
5/5
২০১৮ সালে দুর্ঘটনাবশত মৃত্যু হয় শ্রীদেবীর। সেই থেকে জাহ্নবী তাঁর বোন খুশি প্রতি মুহূর্তে মাকে অনুভব করেন৷
২০১৮ সালে দুর্ঘটনাবশত মৃত্যু হয় শ্রীদেবীর। সেই থেকে জাহ্নবী তাঁর বোন খুশি প্রতি মুহূর্তে মাকে অনুভব করেন৷
advertisement
advertisement
advertisement