Jaisalmer Jomjomat Premiere: ৫০ বছর পর ফের একবার ‘সোনার কেল্লা’-র ছায়া, শহরে অনুষ্ঠিত হয়ে গেল ‘জয়সলমীর জমজমাট’-এর জমাটি প্রিমিয়ার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jaisalmer Jomjomat Premiere: পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালনায় তৈরি হয়েছে পাঁচ পর্বের ‘জয়সলমীর জমজমাট’। পরিচালনার পাশাপাশি এই সিরিজের গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনার কাজও করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি শহরের বুকে অনুষ্ঠিত হয়ে গেল ‘জয়সলমীর জমজমাট’-এর জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার। বলাই বাহুল্য, এই প্রিমিয়ারে যেন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন এই সিরিজের কলাকুশলীরাও। আসলে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র ৫০-তম বর্ষপূর্তি উদযাপনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে Klikk OTT প্ল্যাটফর্মের পরবর্তী ওয়েব সিরিজ এটি। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালনায় তৈরি হয়েছে পাঁচ পর্বের ‘জয়সলমীর জমজমাট’। পরিচালনার পাশাপাশি এই সিরিজের গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনার কাজও করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এই সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘলা দাশগুপ্ত। প্রিমিয়ারে তিনি বলেন যে, “সকলের খুবই ভাল লাগবে। কারণ এই মুহূর্তে রাজস্থানের যে রাজনৈতিক অবস্থা, সেটার একটা প্রতিফলন রয়েছে এর মধ্যে। সেই সঙ্গে রয়েছে ড্রামা আর কমেডিও। যে পরিবারটিকে এখানে দেখানো হয়েছে, সেই পরিবারের চরিত্রগুলির একে অপরের সঙ্গে সম্পর্কের সমীকরণটাও এখানে বেরিয়ে এসেছে বলে আমাদের মনে হয়।”
advertisement
মেঘলার পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরীও। শুধু তা-ই নয়, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ‘জয়সলমীর জমজমাট’-এর সংলাপও লিখেছেন তিনি। প্রিমিয়ারে সব্যসাচী চৌধুরী বলেন যে, “কোনও একটা কাজ করার আগে আমি প্রচুর ভাবি। তারপর ভাবি, এটা লিখব কি না, কিংবা এটা নিয়ে কাজ করা যায় কি না। কিন্তু যে মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই যে, না, এটা আমি করতে চাই, এরপরে আর আমি সেটা নিয়ে ভাবি না। কারণ সেটা করতেই হয়।”
advertisement
advertisement
advertisement
advertisement
এই ওয়েব সিরিজে সব্যসাচী আর মেঘলার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অভিষেক সিংহ, দেবতনু, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশীষ নাথ, মৌমিতা পাল, রাজদীপ পাল, সৌমিত্র বসু (ডিউক), সৌম্য মুখোপাধ্যায়, স্বর্ণাভ সাধুখাঁ, ওঙ্কার ভট্টাচার্য, প্রতীক রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের। এই সিরিজটি প্রযোজনা করেছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছে রিং আ বেল ফিল্মস প্রযোজনা সংস্থা।
advertisement
এছাড়া লোকসঙ্গীত ব্যবস্থাপনা এবং রচনার দায়িত্বে রয়েছেন শমীক কুণ্ডু। ৫.১ সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার। শোনা যাবে, শমীক কুণ্ডু এবং শায়রী দত্তর কণ্ঠ। মেকআপের দায়িত্বে ছিলেন সঞ্জু হালদার। এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার অলিভিয়া মুখোপাধ্যায় নস্কর। আর্ট অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব সামলেছেন সুদীপ্তা নস্কর। সহ-পরিচালকের দায়িত্ব সামলেছেন প্রতীক রায়। আর সহকারী-পরিচালকবৃন্দ হলেন ঈশিতা ঘোষ, স্বর্ণাভ সাধুখাঁ, সৌম্য মুখোপাধ্যায় এবং বিপাশা সরকার।
advertisement
এই সিরিজের কাহিনি এগিয়েছে এক বাঙালি পরিবারকে ঘিরে। আসলে সকলের প্রিয় গোয়েন্দা কাহিনি ‘সোনার কেল্লা’-র রহস্যময় মুকুলের বাড়ি দেখতে উদগ্রীব হয়ে উঠেছিল ওই বাঙালি পরিবারটি। সেই কারণে স্ত্রী, কন্যা এবং পুত্রকে নিয়ে জয়সলমীরে পাড়ি জমান পরিবারের কর্তা পেশায় ব্যাঙ্ক ম্যানেজার রজতবাবু। কিন্তু ধীরে ধীরে নির্ভেজাল ছুটির আনন্দে যেন কালো এক ছায়া নেমে আসে। পাকেচক্রে জড়িয়ে ভয়ঙ্কর এক চক্রের ফাঁদে পড়ে যায় পরিবারটি। কিন্তু সেই ফাঁদ কেটে বেরিয়ে বেঁচে ফিরতে পারবে তো তারা? এই প্রশ্নই মনে ঘুরপাক খাবে। তাই ধূ-ধূ থর মরুভূমির বুকে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে গেলে দেখতেই হবে ‘জয়সলমীর জমজমাট’।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement