শ্যুটিংয়ের মাঝেই জন্মদিন পালন ঈশা সাহার ! রাত ১২টায় পার্টি জমজমাট !

Last Updated:
তবে এবার পার্টি বাড়িতে নয়, সব কিছুই হলো ফিল্ম সেটে। বর্ধমানে 'তরুলতার ভূত' ছবির শ্যুটিং করছেন ঈশা।
1/5
জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন নায়িকা ঈশা সাহা। মাঝরাতে কেক কেটে বার্থ ডে সেলিব্রেট করলেন তিনি।
জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন নায়িকা ঈশা সাহা। মাঝরাতে কেক কেটে বার্থ ডে সেলিব্রেট করলেন তিনি।
advertisement
2/5
তবে এবার পার্টি বাড়িতে নয়, সব কিছুই হলো ফিল্ম সেটে।  বর্ধমানে 'তরুলতার ভূত' ছবির শ্যুটিং করছেন ঈশা। সেই নিয়েই ব্যস্ত তিনি।
তবে এবার পার্টি বাড়িতে নয়, সব কিছুই হলো ফিল্ম সেটে। বর্ধমানে 'তরুলতার ভূত' ছবির শ্যুটিং করছেন ঈশা। সেই নিয়েই ব্যস্ত তিনি।
advertisement
3/5
কিন্তু জন্মদিনে কোনো আয়োজন হবে না, সেটা কি হয়। তাই শ্যুটিং ফ্লোরের সকলে মিলে করে ফেললো আয়োজন।   ঠিক রাত ১২ টার সময় কলাকুশলীরা মিলে কেক নিয়ে আসেন।
কিন্তু জন্মদিনে কোনো আয়োজন হবে না, সেটা কি হয়। তাই শ্যুটিং ফ্লোরের সকলে মিলে করে ফেললো আয়োজন। ঠিক রাত ১২ টার সময় কলাকুশলীরা মিলে কেক নিয়ে আসেন।
advertisement
4/5
সকলে মিলে জমিয়ে সেলিব্রেট করেন ঈশার জন্মদিন।   জন্মদিন, কাজের মধ্যেই কাটান ঈশা। শ্যুটিং ফ্লোরে সহকর্মীদের সঙ্গে কাটান তাঁর বিশেষ এই দিন।
সকলে মিলে জমিয়ে সেলিব্রেট করেন ঈশার জন্মদিন। জন্মদিন, কাজের মধ্যেই কাটান ঈশা। শ্যুটিং ফ্লোরে সহকর্মীদের সঙ্গে কাটান তাঁর বিশেষ এই দিন।
advertisement
5/5
  কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ঈশার ছবি 'সহবাস'।
কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ঈশার ছবি 'সহবাস'।
advertisement
advertisement
advertisement