Bollywood Gossip: সামনে এল নিমরতের 'বেবিবাম্প'- এর ছবি! মা হচ্ছেন? অভিষেক-ঐশ্বর্যর ঘরভাঙার কারণ নিয়ে 'নতুন' গুঞ্জন

Last Updated:
বলিপাড়ায় একটাই গুঞ্জন। দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন তাঁরা। নেপথ্যে নিমরত কউর। ‘দাসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের।
1/8
বলিপাড়ায় একটাই গুঞ্জন। দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন তাঁরা। নেপথ্যে নিমরত কউর। ‘দাসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের।
বলিপাড়ায় একটাই গুঞ্জন। দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন তাঁরা। নেপথ্যে নিমরত কউর। ‘দাসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের।
advertisement
2/8
১৯৮২ সালের মার্চ মাসে রাজস্থানে জন্ম নিমরতের। শিখ পরিবারে বেড়ে ওঠা। পড়াশোনা তাঁর দিল্লিতে। বাবা ছিলেন ভারতীয় সেনায় কর্মরত। ফলে অনুশাসন ও শৃঙ্খলা বরাবর তাঁর জীবনে ছিল। নিমরত পড়াশোনা শেষ করে মুম্বই চলে যান।
১৯৮২ সালের মার্চ মাসে রাজস্থানে জন্ম নিমরতের। শিখ পরিবারে বেড়ে ওঠা। পড়াশোনা তাঁর দিল্লিতে। বাবা ছিলেন ভারতীয় সেনায় কর্মরত। ফলে অনুশাসন ও শৃঙ্খলা বরাবর তাঁর জীবনে ছিল। নিমরত পড়াশোনা শেষ করে মুম্বই চলে যান।
advertisement
3/8
সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন লাঞ্চবক্স ছবির মধ্য দিয়ে। নিমরত দক্ষ অভিনেত্রী। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন খোদ অমিতাভও।
সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন লাঞ্চবক্স ছবির মধ্য দিয়ে। নিমরত দক্ষ অভিনেত্রী। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন খোদ অমিতাভও।
advertisement
4/8
সম্প্রতি নিমরতে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে নিমরতের বেবিবাম্প দেখা যাচ্ছে। আর এই ছবি ঘিরেই তৈরি হয়েছে নানা গুঞ্জন।
সম্প্রতি নিমরতে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে নিমরতের বেবিবাম্প দেখা যাচ্ছে। আর এই ছবি ঘিরেই তৈরি হয়েছে নানা গুঞ্জন।
advertisement
5/8
না, যা ভাবছেন তা একেবারেই নয়। দাসভিতে অভিনয়ের জন্য নিমরত কৌরকে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। ছবিতে তিনি অভিষেক বচ্চনের স্ত্রী বিমলা দেবীর ভূমিকায় অভিনয় করেছেন। তবে ওজন বাড়ানোর জন্য তিনি ট্রোলডও হয়েছেন যথেষ্ট।
না, যা ভাবছেন তা একেবারেই নয়। দাসভিতে অভিনয়ের জন্য নিমরত কৌরকে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। ছবিতে তিনি অভিষেক বচ্চনের স্ত্রী বিমলা দেবীর ভূমিকায় অভিনয় করেছেন। তবে ওজন বাড়ানোর জন্য তিনি ট্রোলডও হয়েছেন যথেষ্ট।
advertisement
6/8
ছবিতে নিমরত ছাড়াও আছেন অভিষেক বচ্চন, ইয়ামি গৌত। এই ছবির পরেই নেট দুনিয়ায় নিমরতের দুটি ছবি ভাইরাল হয়। পরে অভিনেত্রী নিজেই দুটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন, তার সঙ্গে জুড়ে দেন দীর্ঘ একটি লেখাও।
ছবিতে নিমরত ছাড়াও আছেন অভিষেক বচ্চন, ইয়ামি গৌত। এই ছবির পরেই নেট দুনিয়ায় নিমরতের দুটি ছবি ভাইরাল হয়। পরে অভিনেত্রী নিজেই দুটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন, তার সঙ্গে জুড়ে দেন দীর্ঘ একটি লেখাও।
advertisement
7/8
নিমরত কৌরের গর্ভাবস্থার খবরটি ফেক। সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্য ছড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করছেন বহু অনুরাগী।
নিমরত কৌরের গর্ভাবস্থার খবরটি ফেক। সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্য ছড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করছেন বহু অনুরাগী।
advertisement
8/8
প্রসঙ্গত গুঞ্জন প্রসঙ্গে নিমরিত আরও বলেন, ‘‘এই ধরণের গুঞ্জন থামবে না। আমি নিজের কাজে মনোযোগ দিতে চাই।’’ অভিষেকের সঙ্গে সম্পর্কে গুঞ্জনের জেরে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হয়েছেন নায়িকা।
প্রসঙ্গত গুঞ্জন প্রসঙ্গে নিমরিত আরও বলেন, ‘‘এই ধরণের গুঞ্জন থামবে না। আমি নিজের কাজে মনোযোগ দিতে চাই।’’ অভিষেকের সঙ্গে সম্পর্কে গুঞ্জনের জেরে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হয়েছেন নায়িকা।
advertisement
advertisement
advertisement