এই বলি নায়িকার সঙ্গে কি প্রেম করছেন কে এল রাহুল ?

Last Updated:
1/5
 ক্রিকেট আর বলিউডের সম্পর্ক বহুদিনের ৷ পতৌদি-শর্মিলা, আজহার-সঙ্গীতা বিজলানি, হালফিলের অনুষ্কা-বিরাট ৷ তবে গুঞ্জন যা শোনা যাচ্ছে, তাতে ফের হয়তো ক্রিকেট ও বলিউড জুটি বাঁধতে চলেছে ৷ ভাবছেন এবার কে?
ক্রিকেট আর বলিউডের সম্পর্ক বহুদিনের ৷ পতৌদি-শর্মিলা, আজহার-সঙ্গীতা বিজলানি, হালফিলের অনুষ্কা-বিরাট ৷ তবে গুঞ্জন যা শোনা যাচ্ছে, তাতে ফের হয়তো ক্রিকেট ও বলিউড জুটি বাঁধতে চলেছে ৷ ভাবছেন এবার কে?
advertisement
2/5
শোনা যাচ্ছে ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার কে এল রাহুলের মন নাকি আজকাল ঝুঁকেছে সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির দিকে !
শোনা যাচ্ছে ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার কে এল রাহুলের মন নাকি আজকাল ঝুঁকেছে সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির দিকে !
advertisement
3/5
 হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ ভারতীয় দলের হ্যান্ডসাম এখন প্রেমে মজেছেন আথিয়ার ৷
হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ ভারতীয় দলের হ্যান্ডসাম এখন প্রেমে মজেছেন আথিয়ার ৷
advertisement
4/5
তবে এই ব্যাপারে কোনওরকম মন্তব্য করছেন না আথিয়া শেট্টি বা কে এ রাহুল কেউ-ই !
তবে এই ব্যাপারে কোনওরকম মন্তব্য করছেন না আথিয়া শেট্টি বা কে এ রাহুল কেউ-ই !
advertisement
5/5
 বেশ কিছুদিন ধরে মুম্বইয়ের এদিক-ওদিক দেখা গিয়েছে এই দু’জনকে ৷ এমনকী, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজেদের ছবিও ৷
বেশ কিছুদিন ধরে মুম্বইয়ের এদিক-ওদিক দেখা গিয়েছে এই দু’জনকে ৷ এমনকী, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজেদের ছবিও ৷
advertisement
advertisement
advertisement