Abdu Rozik: নেট দুনিয়ায় ভাইরাল গায়কের বয়স মোটেই কম নয়, রিকেট রোগে এই হাল তাঁর

Last Updated:
আবদু রোজিক একজন স্বনামধন্য গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ তিনি বর্তমানে তাজিকিস্তানের রাজধানী দুশানবে শহরে থাকেন৷
1/8
অনেকেই আবদু রোজিকের (Abdu Rozik) নাম নিশ্চয়ই শুনছেন। বলিউড অভিনেতাদের সঙ্গে তার অনেক মিষ্টি ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই আবদু রোজিকের (Abdu Rozik) নাম নিশ্চয়ই শুনছেন। বলিউড অভিনেতাদের সঙ্গে তার অনেক মিষ্টি ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/8
ছবিতে আবদুকে দেখা যাচ্ছে কারও কোলে বসে সেলফি তুলতে বা কারও সঙ্গে হাসিমুখে। তার বুদ্ধিমত্তা এবং প্রতিভার কারণে, তাকে প্রায়শই লাইমলাইটে দেখা যায়।
ছবিতে আবদুকে দেখা যাচ্ছে কারও কোলে বসে সেলফি তুলতে বা কারও সঙ্গে হাসিমুখে। তার বুদ্ধিমত্তা এবং প্রতিভার কারণে, তাকে প্রায়শই লাইমলাইটে দেখা যায়।
advertisement
3/8
আর যদি আবদু রোজিক সম্পর্কে আপনি না জানেন তবে তার এই ছবিগুলি দেখে অবাক হবেন৷ কারণ যাকে দেখতে মনে হয় ৮ বছরের শিশু, তিনি আসলে ১৮ বছরের।
আর যদি আবদু রোজিক সম্পর্কে আপনি না জানেন তবে তার এই ছবিগুলি দেখে অবাক হবেন৷ কারণ যাকে দেখতে মনে হয় ৮ বছরের শিশু, তিনি আসলে ১৮ বছরের।
advertisement
4/8
একটি সর্বভারতীয় সংবাদের রিপোর্ট অনুযায়ী, আবদু রোজিক ২০০৩ সালে তাজিকিস্তানের পাঞ্জাকেন্ট জেলার গিশদারভা গ্রামে জন্মগ্রহণ করেন। আবদু শৈশবে রিকেট নামক রোগে ভুগছিলেন, যার কারণে শিশুদের উচ্চতা ও বৃদ্ধি সম্পূর্ণ রূপে হয় না।
একটি সর্বভারতীয় সংবাদের রিপোর্ট অনুযায়ী, আবদু রোজিক ২০০৩ সালে তাজিকিস্তানের পাঞ্জাকেন্ট জেলার গিশদারভা গ্রামে জন্মগ্রহণ করেন। আবদু শৈশবে রিকেট নামক রোগে ভুগছিলেন, যার কারণে শিশুদের উচ্চতা ও বৃদ্ধি সম্পূর্ণ রূপে হয় না।
advertisement
5/8
এই রোগে দুর্বলতা, হাড়ের ব্যথা, হাড় নরম বা দুর্বল হওয়ার মতো সমস্যা দেখা যায়। সাধারণত ভিটামিন ডি-এর অভাবে এই রোগ হয়ে থাকে।
এই রোগে দুর্বলতা, হাড়ের ব্যথা, হাড় নরম বা দুর্বল হওয়ার মতো সমস্যা দেখা যায়। সাধারণত ভিটামিন ডি-এর অভাবে এই রোগ হয়ে থাকে।
advertisement
6/8
পর্যাপ্ত আর্থিক সংস্থান না থাকায় আবদুরের বাবা-মা তার চিকিৎসা করাতে পারেননি। এ কারণে শারীরিক ভাবে তার খামতি রয়ে গিয়েছে৷ ১৬ বছর বয়সে রোজিকের ওজন ছিল মাত্র ১২ কেজি!
পর্যাপ্ত আর্থিক সংস্থান না থাকায় আবদুরের বাবা-মা তার চিকিৎসা করাতে পারেননি। এ কারণে শারীরিক ভাবে তার খামতি রয়ে গিয়েছে৷ ১৬ বছর বয়সে রোজিকের ওজন ছিল মাত্র ১২ কেজি!
advertisement
7/8
আবদু রোজিক একজন স্বনামধন্য গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ তিনি বর্তমানে তাজিকিস্তানের রাজধানী দুশানবে শহরে থাকেন৷
আবদু রোজিক একজন স্বনামধন্য গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ তিনি বর্তমানে তাজিকিস্তানের রাজধানী দুশানবে শহরে থাকেন৷
advertisement
8/8
ব্যারন আবদুই প্রথম যিনি রোজিকের প্রতিভাকে চিনতে পেরেছিলেন এবং রোজিককে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিলেন। যদিও আবদু রোজিক তার মেধা এবং চেহারার কারণে আজ ইন্টারনেটের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।
ব্যারন আবদুই প্রথম যিনি রোজিকের প্রতিভাকে চিনতে পেরেছিলেন এবং রোজিককে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিলেন। যদিও আবদু রোজিক তার মেধা এবং চেহারার কারণে আজ ইন্টারনেটের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।
advertisement
advertisement
advertisement