@Followers: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর নেশায় চরম পরিণতি সিরিয়ালের জনপ্রিয় নায়িকার, তারপর…? ক্লিক-এ আসছে ‘@ফলোয়ার্স’, প্রকাশ্যে প্রথম ঝলক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
স্কাইপ্যানস কমিউনিকেশনের প্রযোজনায় @ফলোয়ার্স পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডির মতো অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
স্কাইপ্যানস কমিউনিকেশনের প্রযোজনায় ফলোয়ার্স পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডির মতো অভিনেতা-অভিনেত্রীরা। কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। চিত্রগ্রহণে রয়েছেন শুভজিৎ রায়। সম্পাদনার দায়িত্বে রয়েছেন কুশল চৌধুরী। ‘@ফলোয়ার্স’-এর আবহ সঙ্গীত করেছেন প্রাঞ্জল দাস, প্রযোজনা রূপায়ণের দায়িত্বে রয়েছেন সুরজিৎ সাহা। সহযোগী পরিচালনার দায়িত্ব সামলেছেন সৌরভ বাবাই চক্রবর্তী।
advertisement
‘@ফলোয়ার্স’-এর গল্প আবর্তিত হয়েছে জনপ্রিয় ‘লক্ষ্মী’ সিরিয়ালের সুপারহিট নায়িকা লক্ষ্মী তথা হিয়া বোসকে ঘিরে। আসলে ফলোয়ার বাড়ানোর ইঁদুর দৌড়ে যেন নিজের জগতেই ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। ফলে বোল্ড শ্যুট কিংবা রিল বানিয়ে অচিরেই ফলোয়ারের সংখ্যা বাড়ানোর খেলায় মেতে উঠেছেন তিনি। হিয়ার সোশ্য়াল মিডিয়ার যাবতীয় দায়িত্ব এখন সৌম্যর কাঁধে। আর এই সৌম্যর বুদ্ধিতেই একদিন ফলোয়ার বাড়ানোর অদ্ভুত এক খেলায় সামিল হলেন হিয়া।
advertisement
তাঁরা ফন্দি আঁটেন যে, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর প্রকাশ করে বলা হবে যে, ‘লক্ষ্মী’ সিরিয়ালের জনপ্রিয় নায়িকা হিয়া বোস হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন। পরিকল্পনা অনুযায়ী এক নির্জন দ্বীপে সৌম্যর সঙ্গে গা ঢাকা দেন হিয়া। কিন্তু ঘটনার নানারকম দোলাচলেও নিজের ফলোয়ার বাড়াতে মরিয়া হিয়া আচমকাই খুন হয়ে যান। তদন্তে নামেন স্থানীয় থানার ওসি অনুকূল বর্মন। ইন্টারনেটের এই আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা এই মানুষটা কি পারবে এই খুনের কিনারা করতে? কে খুন করল হিয়াকে? হিয়ার কাছাকাছি থাকা মানুষজন না কি ইন্টারনেটে লুকিয়ে থাকা তাঁর কোনও ফলোয়ার? এই সমস্ত উত্তর পেতে গেলে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
advertisement
পরিচালক রাজদীপ ঘোষের বক্তব্য, “নিজের বাবা-মা মারা যাওয়ার পর হাসিমুখে সেই মৃতদেহর সঙ্গে সেলফি তুলেছেন কখনও? এখন মানুষ তোলেন আর ফেসবুকে পোস্টও করেন। কত জন ফলো করছেন, সেটা উপভোগ করেন তারিয়ে তারিয়ে। এ এক ভয়ংকর সময়! ফলোয়ার্স চাই-ই-চাই... এক অদ্ভুত মারণ রোগে আজ আমরা আক্রান্ত। মনে হল, এর প্রতিবাদ দরকার। আমার ভাষা তো একটাই, সিনেমা। তাই বিষয়বসস্তুটা শুনেই ঝাঁপিয়ে পড়লাম। কারণ এই বিশ্বকে আগামী প্রজন্মের শিশুর জন্য বাসযোগ্য করে যেতেই হবে।”
advertisement
advertisement
অভিনেতা ইন্দ্রাশিস রায়ের কথায়, “আজকের যুগে দু’টো বিষয় খুবই প্রাসঙ্গিক। এক দিকে নিজের জীবন, সেই জীবনকে ঘিরে নানা স্বপ্ন। অন্য দিকে সোশ্যাল মিডিয়ার হাতছানি। দু’টোই আজ মিলেমিশে একাকার। সোশ্যাল মিডিয়া আজ যেমন বদলে দিতে পারে মানুষের জীবন, আবার ধ্বংসও করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার সেই সৃষ্টি আর ধ্বংস আমাদের এই সিরিজ এর বিষয়বস্তু।”
advertisement
অভিনেত্রী সোহিনী গুহ রায়ের বক্তব্য, “এটা আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি খুবই খুশি যে, আমার ওয়েব সিরিজ যাত্রা শুরু হচ্ছে ক্লিক-এর হাত ধরে। এখন আমি ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে আপ্লুত। সহ-অভিনেতা এবং সমস্ত কলাকুশলীদের সঙ্গে এই ওয়েব সিরিজের শ্যুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ ছিল। আর এই ওয়েব সিরিজের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। কিন্তু এটি আশীর্বাদ না কি অভিশাপ, তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। যদি আমরা আমাদের জীবন ও সুস্থতার উপর সোশ্যাল মিডিয়াকে চেপে বসতে দিই, তাহলে সেটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।” Photo: Instagram
advertisement
অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের কথায়, “আমাদের সময়ে মূল্যায়ন হত চরিত্র দিয়ে, অনলাইন ক্লিক দিয়ে নয়। এখন সবাই ‘লাইক’ আর ‘ফলোয়ার’-এর পিছনে ছুটে চলেছেন, যেন সেগুলিই সোনার মতো মহামূল্যবান। এই সোশ্যাল মিডিয়ার উন্মাদনা মানুষকে আসক্ত করে ফেলেছে। নিখুঁত ছবি তোলার জন্য, হাস্যকর রিল বানানোর জন্য তাঁরা ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছেন, শুধুমাত্র সাময়িক অনলাইন স্বীকৃতির জন্য। এটা একটা অদ্ভুত পৃথিবী, যেখানে স্ক্রিনে দেখানো একটা সংখ্যা মানুষের মূল্য নির্ধারণ করে। আমি দেখি, তরুণ প্রজন্ম তাঁদের ফোনে এতটাই মগ্ন যে, তাঁরা আসল জীবন থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।”
advertisement
ক্লিক-এর ডিরেক্টর নীরজ তাঁতিয়ার কথায়, “আমাদের সকলের জন্য নতুন উদ্যম এবং আশার সঙ্গে নতুন বছরটা শুরু হয়েছে । আর নতুন বছরে ক্লিক-এ আরও রোমহর্ষক থ্রিলার, আকর্ষণীয় ও উন্নত গল্পের বিষয়বস্তু এবং নতুন ফরম্যাট ও গল্প বলার ভিন্ন ধারা আনতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম প্রতিভাবান নতুন শিল্পীদের ক্ষেত্রে তাঁদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে। আর অনলাইন পপুলিজমের এই প্রবণতাকে মাথায় রেখে আমাদের লেখক অম্লান মজুমদার নতুন যুগের উন্মাদনা— সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর প্রবণতা নিয়ে একটি সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ এবং সমালোচনামূলক বিষয়ের কাহিনী তৈরি করেছেন।”
advertisement