নারী ক্ষমতায়নের এক্কেবারে নতুনরকমের গল্প নিয়ে আসছে ‘নীহারিকা(দ্য মিস্ট)’৷ ইন্দ্রাশিষ আচার্য্যের পরিচালনায় এই ছবি মুক্তি পাবে ২১ জুলাই৷
2/ 5
ছবিতে মুখ্য চরিত্র গুলিতে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, মল্লিকা মজুমদার-সহ আরও অন্যান্য অভিনেতারা৷
3/ 5
‘নীহারিকা(দ্য মিস্ট)’ একটি মেয়ের গল্প৷ যার জীবন যন্ত্রণার শুরু ছোট বয়সেই৷ তারপর সেই অন্ধকার শৈশব পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে মেয়েটি৷ সঙ্গে আছে লিঙ্গ পরিচয় জানার আলাদা লড়াই৷
4/ 5
নারী ক্ষমতায়নের কাহিনি নিয়ে এর আগেও বহু সিনেমা হয়েছে৷ তবে এই ছবির গল্প অন্যদের চেয়ে সামান্য আলাদা
5/ 5
আধুনিক বিশ্বের থেকে সম্পূর্ণ আলাদা ঘর এবং জায়গা নিয়ে চলচ্চিত্রের মূল কেন্দ্রবিন্দু নারীত্ব এবং বর্তমান মানবিক প্রেক্ষাপটে তাদের পরিচয়ের সংকট নিয়ে খুব প্রাসঙ্গিক প্রশ্ন।
‘নীহারিকা(দ্য মিস্ট)’ একটি মেয়ের গল্প৷ যার জীবন যন্ত্রণার শুরু ছোট বয়সেই৷ তারপর সেই অন্ধকার শৈশব পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে মেয়েটি৷ সঙ্গে আছে লিঙ্গ পরিচয় জানার আলাদা লড়াই৷
আধুনিক বিশ্বের থেকে সম্পূর্ণ আলাদা ঘর এবং জায়গা নিয়ে চলচ্চিত্রের মূল কেন্দ্রবিন্দু নারীত্ব এবং বর্তমান মানবিক প্রেক্ষাপটে তাদের পরিচয়ের সংকট নিয়ে খুব প্রাসঙ্গিক প্রশ্ন।