Sohini Sarkar-Shovan Ganguly: শোভন-সোহিনীর বাড়িতে থাকে 'আরও দু'জন'! কারা তারা? অন্দরমহলের ঝলক সামনে আসতেই...

Last Updated:
সোশ্যাল মিডিয়ায় এবার একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করলেন সোহিনী। জানলায় রাখা বার্ড ফিডার। সেখান থেকে খাবার খাচ্ছে দুটো পায়রা।
1/9
গাঁটছড়া বেঁধেছেন শোভন গঙ্গোপাধ্য়ায়-সোহিনী সরকার। আপাতত টলিউডের পাওয়ার কাপল তাঁরাই।
গাঁটছড়া বেঁধেছেন শোভন গঙ্গোপাধ্য়ায়-সোহিনী সরকার। আপাতত টলিউডের পাওয়ার কাপল তাঁরাই।
advertisement
2/9
সংসার করছেন চুটিয়ে। তার মাঝে বাদ যাচ্ছে না কাজও।
সংসার করছেন চুটিয়ে। তার মাঝে বাদ যাচ্ছে না কাজও।
advertisement
3/9
একে অপরকে নিয়ে তাঁরা দুজনেই মোহিত। ইনস্টাগ্রামে একটি অ্যালবামও বানিয়েছেন, যেখানে শুধুই তাঁদের নতুন জীবনের ছবি।
একে অপরকে নিয়ে তাঁরা দুজনেই মোহিত। ইনস্টাগ্রামে একটি অ্যালবামও বানিয়েছেন, যেখানে শুধুই তাঁদের নতুন জীবনের ছবি।
advertisement
4/9
সোশ্যাল মিডিয়ায় এবার একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করলেন সোহিনী। জানলায় রাখা বার্ড ফিডার। সেখান থেকে খাবার খাচ্ছে দুটো পায়রা।
সোশ্যাল মিডিয়ায় এবার একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করলেন সোহিনী। জানলায় রাখা বার্ড ফিডার। সেখান থেকে খাবার খাচ্ছে দুটো পায়রা।
advertisement
5/9
সিঁদুরদান, মালাবদল, বউভাত, একাধিক নিয়ম রীতি মেনেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে চারহাত এক হয় যুগলের।
সিঁদুরদান, মালাবদল, বউভাত, একাধিক নিয়ম রীতি মেনেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে চারহাত এক হয় যুগলের।
advertisement
6/9
বিয়ের অনুষ্ঠান ছিল ঘরোয়া। অতিথি তালিকায় ছিলেন সোহিনী এবং শোভনের কাছের বন্ধুরা। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, রণিতা দাস, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ফোটোগ্রাফার দেবর্ষি সরকার, সৌরভ দাস, দর্শনা বণিক প্রমুখেরা।
বিয়ের অনুষ্ঠান ছিল ঘরোয়া। অতিথি তালিকায় ছিলেন সোহিনী এবং শোভনের কাছের বন্ধুরা। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, রণিতা দাস, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ফোটোগ্রাফার দেবর্ষি সরকার, সৌরভ দাস, দর্শনা বণিক প্রমুখেরা।
advertisement
7/9
এরপর একে একে প্রকাশ্যে আসতে থাকে তাঁদের আরও সব ছবি। ভাতকাপড়ের অনুষ্ঠানে নবপরিণীতা সোহিনী একেবারে ঘরের বউ। পরনে লাল পেড়ে সবুজ শাড়ি।
এরপর একে একে প্রকাশ্যে আসতে থাকে তাঁদের আরও সব ছবি। ভাতকাপড়ের অনুষ্ঠানে নবপরিণীতা সোহিনী একেবারে ঘরের বউ। পরনে লাল পেড়ে সবুজ শাড়ি।
advertisement
8/9
গায়ে হলুদের ছবিতে শোভনের পরনে লাল রঙের পাঞ্জাবি। সোহিনী পরেছেন লাল-সাদা শাড়ি।
গায়ে হলুদের ছবিতে শোভনের পরনে লাল রঙের পাঞ্জাবি। সোহিনী পরেছেন লাল-সাদা শাড়ি।
advertisement
9/9
প্রকাশ্যে এসেছে সোহিনী এবং শোভনের আইবুড়ো ভাতের ছবি! তাঁদের এক বন্ধু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রয়েছে ভাতের সঙ্গে পাঁচ রকম ভাজা, চিংড়ি, মাংস, চাটনি, স্যালাড, মিষ্টি, দই। সোহিনীকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে শোভনকে।
প্রকাশ্যে এসেছে সোহিনী এবং শোভনের আইবুড়ো ভাতের ছবি! তাঁদের এক বন্ধু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রয়েছে ভাতের সঙ্গে পাঁচ রকম ভাজা, চিংড়ি, মাংস, চাটনি, স্যালাড, মিষ্টি, দই। সোহিনীকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে শোভনকে।
advertisement
advertisement
advertisement