ডেট করছেন বেশ অনেকদিনই হল। হৃতিক রোশনের পারিবারিক ছবিতেও দেখা যায় সাবা আজাদকে। এমনকি, সাবার ছবিতে প্রকাশ্যেই প্রশংসাসূচক কমেন্ট করে যান হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। কিন্তু এবার ধরা পড়ল এক্কেবারে অন্য ছবি। যা দেখে নতুন করে হৃতিকের প্রেমে পড়ছেন মেয়েরা। Instagram @hrithikroshan/amitaggarwalofficial)
সম্প্রতি দুজনেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) একসঙ্গে হাজির হয়েছিলেন। দুজনে একসঙ্গে ছবির জন্য পোজও দিয়েছেন। হৃতিক ও সাবার (সাবা আজাদ) ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ছবিগুলো দেখার পর কেউ কেউ হৃতিকের প্রশংসা করছেন, আবার কেউ তাঁকে ট্রোল করছেন। Instagram @hrithikroshan/amitaggarwalofficial)
বান্ধবীর জুতো এভাবে ধরে থাকতে দেখে নতুন করে হৃতিকের প্রশংসা শুরু হয়েছে মহিলা মহলে। ভাইরাল হওয়া এই ছবি নিয়ে এক ভক্ত লিখেছেন, "একে বলে ভালবাসা। কত যত্ন করে ওঁর স্যান্ডেল ধরে রেখেছেন।" আরেক ভক্ত কমেন্টে লিখেছেন, "হৃতিক রোশন একজন ভদ্রলোক।" হৃতিক রোশন এবং সাবা আজাদও তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিগুলি শেয়ার করেছেন। প্রথমবার দুজনে এভাবে ফটোশুট করিয়েছেন।