প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদ হলে কত টাকা দিতে হবে নিককে? জানলে চমকে উঠবেন

Last Updated:
1/5
নিক-প্রিয়াঙ্কার নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে? পরিবার সূত্রে যদিও একথা অস্বীকার করা হয়েছে বারংবার৷ সবে তিনমাস হয়েছে তাঁদের বিয়ের৷ তারকা বিয়ে নিয়ে কম উত্তেজনা তো হয়নি৷ কিন্তু তার ভবিষ্যৎ যে এমন হতে চলেছে, সেটা কে জানত৷
নিক-প্রিয়াঙ্কার নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে? পরিবার সূত্রে যদিও একথা অস্বীকার করা হয়েছে বারংবার৷ সবে তিনমাস হয়েছে তাঁদের বিয়ের৷ তারকা বিয়ে নিয়ে কম উত্তেজনা তো হয়নি৷ কিন্তু তার ভবিষ্যৎ যে এমন হতে চলেছে, সেটা কে জানত৷
advertisement
2/5
আপাতত জেনে নিন যে এই বিচ্ছেদ হলে কত খোরপোশ পেতে চলেছেন প্রিয়াঙ্কা৷ একটু উল্টে বললে বলা ভাল, এই বিয়ে ভাঙতে কতটা খরচ হবে নিকের?জানলে চোখ কপালে উঠবে৷
আপাতত জেনে নিন যে এই বিচ্ছেদ হলে কত খোরপোশ পেতে চলেছেন প্রিয়াঙ্কা৷ একটু উল্টে বললে বলা ভাল, এই বিয়ে ভাঙতে কতটা খরচ হবে নিকের?জানলে চোখ কপালে উঠবে৷
advertisement
3/5
নিক ও প্রিয়াঙ্কার বিয়ে হয় মার্কিন আইনে৷ অর্থাৎ নিজেদের বিয়ে আমেরিকার আইনে নথিভুক্ত করেছিলেন নিক-প্রিয়াঙ্কা৷ এই আইন অনুযায়ী, বিবাহবিচ্ছেদ হলে নিজেদের সম্পত্তির সমানভাবে ভাগাভাগি করে নিতে হবে তাঁদের৷
নিক ও প্রিয়াঙ্কার বিয়ে হয় মার্কিন আইনে৷ অর্থাৎ নিজেদের বিয়ে আমেরিকার আইনে নথিভুক্ত করেছিলেন নিক-প্রিয়াঙ্কা৷ এই আইন অনুযায়ী, বিবাহবিচ্ছেদ হলে নিজেদের সম্পত্তির সমানভাবে ভাগাভাগি করে নিতে হবে তাঁদের৷
advertisement
4/5
আপাতত নিকের পুরো সম্পত্তি প্রায় ১৭০ কোটি, অন্যদিকে প্রিয়াঙ্কার ২০০ কোটির কাছাকাছি৷ তাই বিয়ে ভাঙলে অর্থনৈতিকভাবে দু’জনের কাছেই বেশ ক্ষতিই হবে৷
আপাতত নিকের পুরো সম্পত্তি প্রায় ১৭০ কোটি, অন্যদিকে প্রিয়াঙ্কার ২০০ কোটির কাছাকাছি৷ তাই বিয়ে ভাঙলে অর্থনৈতিকভাবে দু’জনের কাছেই বেশ ক্ষতিই হবে৷
advertisement
5/5
এরপর যা জানা যাচ্ছে, মার্কিন আইন মতে যার আয় কম, বা যিনি অন্যর ওপর নির্ভরশীল, কোন রকম  ব্যাঙ্ক লোন থাকলে, ধনী সঙ্গীকেই তার দায়িত্ব নিতে হবে৷ অন্যদিকে মার্কিন নিয়মে বিয়ের আগে তারকা দম্পতিকে একটি pre nupital কন্ট্রাক্ট সই করতে হয়, যাতে আগে থেকেই ঠিক করা থাকে, যে বিয়ে ভাঙলে কে কত পাবেন৷ তাহলেই বুঝুন, বিয়ে ভাঙলে কার কত লাভ, কার কত ক্ষতি!
এরপর যা জানা যাচ্ছে, মার্কিন আইন মতে যার আয় কম, বা যিনি অন্যর ওপর নির্ভরশীল, কোন রকম ব্যাঙ্ক লোন থাকলে, ধনী সঙ্গীকেই তার দায়িত্ব নিতে হবে৷ অন্যদিকে মার্কিন নিয়মে বিয়ের আগে তারকা দম্পতিকে একটি pre nupital কন্ট্রাক্ট সই করতে হয়, যাতে আগে থেকেই ঠিক করা থাকে, যে বিয়ে ভাঙলে কে কত পাবেন৷ তাহলেই বুঝুন, বিয়ে ভাঙলে কার কত লাভ, কার কত ক্ষতি!
advertisement
advertisement
advertisement