আজও আবেদনময়ী সোনালি বেন্দ্রে || সিনেমাকে হার মানাবে ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের আখ্যান
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আজ বিশ্ব ক্যানসার দিবস, ফিরে দেখার দিন তাঁর ওই টানটান জীবননাট্য-
নব্বইয়ে ঝড় তোলা অভিনেত্রী বললে প্রথমেই যে দু তিনটি নাম মাথায় ঘুরবে তার মধ্যে থাকবেন সোনালি বেন্দ্রে। ২০১৮ সালে মেটাস্টেসিস ক্যানসার তাঁর ভিত নাড়িয়ে দিয়েছিল। মৃত্যু যেন দাঁড়িয়েছিল একহাত দূরে। কিন্তু হেলায় তা হারিয়ে জীবনে ফিরে আসার গল্পটা যেন চিত্রনাট্যকেও হার মানাবে। সোনালি প্রমাণ করেছিলেন এভাবেও ফিরে আসা যায়। আজ বিশ্ব ক্যানসার দিবস, ফিরে দেখার দিন তাঁর ওই টানটান জীবননাট্য-
advertisement
সোনালির জন্ম ১ জানুয়ারি মুম্বইয়ের একটি মরাঠি পরিবারে। কেন্দ্রীয় স্কুল ও হলি ক্রস কনভেন্টে পড়াশোনা। স্নাতক রামনারায়ণ রাজা কলেজ থেকে। কম বয়সেই মডেলিংয়ে ঝোঁক ছিল তাঁর। বিজ্ঞাপনের হাত ধরে একটু একটু করে পা রাখেন সিনেমার জগতে। প্রথম ছবি আগ মুক্তি পায় ১৯৯৪ সালে। শিল্পা শেট্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেমোথেরাপির কারণে চুল পড়ে গিয়েছিল। সেটাকেই স্টাইল স্টেটমেন্ট বানিয়ে ফেলেন সোনালি। কী ভাবে জিতলেন এতবড় যুদ্ধ, সোনালি বলেন, মনোবল আর জিতে ফেরার তাগিদ। সোনালি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। প্রায় প্রতিদিন নিজের জীবনযাপনের নানা মুহূর্তের ছবি দেন তিনি। মুখের হাসিটা আজও সেই নব্বইয়ের ঝড় তোলা তন্বীর মতোই, আর সেটাই বাঁচার মূল মন্ত্র।