

•বলিউডের সুপরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের বেশ কিছু অভিজ্ঞতা তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি নিজের আত্মজীবনীর জন্য প্রিয়াঙ্কা শিরোনামে এসেছেন। আর তাতে উঠে এসেছে বেশ কিছু মজাদার গল্প।


•কান চলচ্চিত্র উৎসবের এক অভিজ্ঞতা জানা গিয়েছে। প্রিয়াঙ্কা বলেন যে, রেড কার্পেটে ওঠার কয়েক মিনিট আগে তাঁর পোশাকের জিপটি ভেঙে যায়। তবুও, তিনি রেড কার্পেটে ওঠার আত্মবিশ্বাস দেখিয়েছিলেন। এতে তাঁর টিম তাঁকে প্রচুর সমর্থন করেছিল।


•প্রিয়াঙ্কা চোপড়া তাঁর কান চলচ্চিত্র উৎসব থেকে খুব সুন্দর ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এই ছবিগুলিতে তাকে স্টাইলিশ কালো পোশাক পরে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে।


•তাঁর চেহারার আত্মবিশ্বাস দেখে বোঝাই যাবে না যে সেইসময় তাঁর পোশাক সম্পর্কে কতটা চিন্তিত ছিলেন তিনি। এই ছবির ক্যাপশন সম্পর্কে পুরো ঘটনাটি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। পোস্টে তিনি লিখেছেন...


•'আমি বাইরে থেকে শান্ত দেখি তবে খুব কম মানুষ জানেন যে, আমি ভিতরে কতটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এই বিশেষ পোষাকের জিপটি নষ্ট হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে এটা ঘটে। রেড কার্পেটে উঠতে আমার কয়েক মিনিট বাকি ছিল। এর সমাধান? আমার টিম তড়িঘড়ি ৫ মিনিটে সেলাই করে দিল। তাও আবার গাড়িতে বসে '