•টাইট্যানিক ছবি তাঁকে এনে দিয়েছিল বিশ্বখ্যাত জনপ্রিয়তা। সেই কেট উইন্সলেট আবারও পর্দায় মেলে ধরলেন তাঁর শরীর। ৪৩ বছর বয়সে। কিন্তু দক্ষ অভিনেত্রী বলছেন যে কোনও অস্বস্তি হয়নি তাঁর।
advertisement
2/5
•পর্দায় নায়িকা সাওইরসে রোনানের সঙ্গে তাঁর প্রেমের গল্প দেখা যাবে অ্যামোনাইট ছবিতে। সেই নিয়ে বেশ বিতর্ক হয়েছে।
advertisement
3/5
•তবে কোনও বিতর্ককে পাত্তা দিতে নারাজ কেট। বলছেন কেন দুই মহিলার প্রেম নিয়ে প্রশ্ন ওঠে। পুরুষ-মহিলার প্রেম নিয়ে যদি কোনও সমস্যা না থাকে, তাহলে কেন দুই মহিলার প্রেম নিয়ে আপত্তি। প্রেম তো হয় দুটি মানুষের মধ্যে, স্পষ্ট কথা কেটের।
advertisement
4/5
•অ্যামোনাইট ছবিটি তৈরি মেরি অ্যানিং-এর জীবনী নিয়ে। যিনি ব্রিটেনের জীবাশ্ম শিকারি ছিলেন। মুখ্য ভূমিকায় কেট। এই ছবির জন্য শিকারির ভূমিকায় অভিনয় করতে শারীরিক পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
advertisement
5/5
•কেটের মতে দুই মহিলা যখন স্ক্রিনে একে অপরের কাছে আসেন তখন তাঁরাও বুঝতে পারেন কে কীভাবে কী প্রতিক্রিয়া দেবেন। একে অপরকে বুঝতে পারার ফলে খুবই সুবিধা হয়, বলছেন কেট।