বয়স ৫৪! সৈকতে সব খুলে ফেললেন ভারতীয় ব্যবসায়ীর প্রাক্তন স্ত্রী, দেখুন ছবিগুলি

Last Updated:
এক সময় তিনি ছিলেন ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারের স্ত্রী৷ ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ লিজ হার্লে নামেই তিনি বেশি পরিচিত৷ এ হেন লিজ হার্লে বিকিনি পরে ফটোশ্যুট করলেন৷ ইনস্টাগ্রামে যা এই মুহূর্তে তোলপাড়৷
1/6
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র৷ তিনি একাধারে অভিনেত্রী, আবার সফল ব্যবসায়ীও৷ ব্রিটেনের অন্যতম ধনী মহিলা৷ কে বলবে তাঁর ৫৪ বছর বয়স! এলিজাবেথ হার্লে মানেই পুরুষ হৃদয়ে ঝড় তোলা একটি নাম৷
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র৷ তিনি একাধারে অভিনেত্রী, আবার সফল ব্যবসায়ীও৷ ব্রিটেনের অন্যতম ধনী মহিলা৷ কে বলবে তাঁর ৫৪ বছর বয়স! এলিজাবেথ হার্লে মানেই পুরুষ হৃদয়ে ঝড় তোলা একটি নাম৷
advertisement
2/6
এক সময় তিনি ছিলেন ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারের স্ত্রী৷ ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ লিজ হার্লে নামেই তিনি বেশি পরিচিত৷ এ হেন লিজ হার্লে বিকিনি পরে ফটোশ্যুট করলেন৷  ইনস্টাগ্রামে যা এই মুহূর্তে তোলপাড়৷
এক সময় তিনি ছিলেন ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারের স্ত্রী৷ ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ লিজ হার্লে নামেই তিনি বেশি পরিচিত৷ এ হেন লিজ হার্লে বিকিনি পরে ফটোশ্যুট করলেন৷ ইনস্টাগ্রামে যা এই মুহূর্তে তোলপাড়৷
advertisement
3/6
৫৪ বছরের হার্লে একটি সি বিচে বিকিনি শ্যুট করেছেন৷ ইনস্টাগ্রামে এলিজাবেথের ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ৷
৫৪ বছরের হার্লে একটি সি বিচে বিকিনি শ্যুট করেছেন৷ ইনস্টাগ্রামে এলিজাবেথের ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ৷
advertisement
4/6
একটি গাছের সামনে নাচের আগে বিকিনি-শ্যুট করেন এলিজাবেথ হার্লে৷ টোনড বডি তে যেন বিকিনি, উষ্ণতার চূড়ান্ত৷
একটি গাছের সামনে নাচের আগে বিকিনি-শ্যুট করেন এলিজাবেথ হার্লে৷ টোনড বডি তে যেন বিকিনি, উষ্ণতার চূড়ান্ত৷
advertisement
5/6
ইনস্টাগ্রামে কেউ কেউ তাঁকে খোলা প্রেমের প্রস্তাবও দিয়েছেন৷ প্রশংসায় ভরে যাচ্ছে কমেন্ট সেকশন৷ কেউ কেউ চুমুর ইমোজিতে ভরিয়ে দিয়েছেন৷
ইনস্টাগ্রামে কেউ কেউ তাঁকে খোলা প্রেমের প্রস্তাবও দিয়েছেন৷ প্রশংসায় ভরে যাচ্ছে কমেন্ট সেকশন৷ কেউ কেউ চুমুর ইমোজিতে ভরিয়ে দিয়েছেন৷
advertisement
6/6
এলিজাবেথের কথায়, 'আমি অনেকটাই ঢেকে রাখতে ভালোবাসি৷ পাবলিক বিচে সাধারণত বিকিনি পরে ঘুরি না৷ কারণ, আমার তো বয়স হয়েছে৷ কিন্তু ব্যক্তিগত মুহূর্তে কম পোশাকই পছন্দ করি৷'
এলিজাবেথের কথায়, 'আমি অনেকটাই ঢেকে রাখতে ভালোবাসি৷ পাবলিক বিচে সাধারণত বিকিনি পরে ঘুরি না৷ কারণ, আমার তো বয়স হয়েছে৷ কিন্তু ব্যক্তিগত মুহূর্তে কম পোশাকই পছন্দ করি৷'
advertisement
advertisement
advertisement