Hina Khan: একঢাল কেশ ছিল শখের! কেমোথেরাপিতে সেই চুলই ঝরে যাচ্ছে! হাসিমুখে লড়ে চলেছেন হিনা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
Hina Khan: স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। নানা রকম ছবি-ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে তথ্য ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।
স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। নানা রকম ছবি-ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে তথ্য ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিও-র মাধ্যমে নিজের ত্বক পরিচর্যা এবং পিগমেন্টেশনের সমস্যার কথা তুলে ধরলেন তিনি। এদিকে কেমোথেরাপির চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল ঝরছে হিনার। সেটা নজরে এসেছে ভক্তদের। ফলে কমেন্ট বক্সে উপচে পড়েছে অভিনেত্রীর প্রতি ভালবাসা। অনেকে আবার তাঁর সাহসিকতারও প্রশংসা করেছেন। সেই সঙ্গে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনাও করেছেন তাঁরা।
advertisement
সম্প্রতি একটি নতুন ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করেছেন হিনা। সেখানে ভক্তদের উদ্দেশ্যে রয়েছে একটি আপডেট। অভিনেত্রীর পরনে ছিল একটি কালো টুপি এবং সাদা টি-শার্ট। সেখানে তাঁকে নিজের ত্বক পরিচর্যার রুটিন সম্পর্কে আলোচনা করতে দেখা গিয়েছে। আর ত্বকচর্চায় ক্লিনজিং এবং সিরাম লাগানোর গুরুত্বও জানান তিনি। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইতিবাচক থাকার দৃঢ় সঙ্কল্পের কথাও জানিয়েছেন হিনা।
advertisement
কোকিলাবেন হাসপাতালের হাউজকিপিং ডিপার্টমেন্টের তরফে হিনার জন্য একটি আবেগঘন নোটও শেয়ার করা হয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকেই সেই নোট ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। হিনার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে তাতে। হাতে লেখা ওই নোটটির ছবিও শেয়ার করেছেন হিনা। ব্যাখ্যা করে বলেন যে, এই ধরনের বিষয়গুলি কীভাবে এই সময় তাঁর মনোবল বাড়াচ্ছে এবং তাঁকে উৎসাহ দিচ্ছে!
advertisement
advertisement
এর আগে ক্যানসার নির্ণয়ের পরে তীব্র যন্ত্রণার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন হিনা খান। ইনস্টাগ্রামে সেই লড়াইয়ের গল্পই তুলে ধরেছেন। রোগভোগের মধ্যেও দৃঢ় থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “অবিরত যন্ত্রণার মধ্যে রয়েছি। হ্যাঁ সব সময়… প্রত্যেকটা মুহূর্তে। মানুষটা হাসছেন? কিন্তু তা-ও যন্ত্রণার মধ্যেই। মানুষটা প্রকাশ করছেন না? কিন্তু তিনি যন্ত্রণার মধ্যেই রয়েছেন। মানুষটা বলছেন, আমি ঠিক আছি.. কিন্তু তবুও তিনি যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছেন।” তবে এই রোগযন্ত্রণার মুহূর্তেও নিজের কাজ থামাননি হিনা। বরং চিকিৎসার পাশাপাশি চুটিয়ে শ্যুটিংও করে চলেছেন অভিনেত্রী।








