হিমেশ নয়, সলমনের বাবার জন্যই রাণু মুম্বইয়ে গান রেকর্ড করতে পেরেছেন ! জানুন আসল সত্য--

Last Updated:
রাণুর এত বড় সাফল্যের নেপথ্যে রয়েছেন সলমন খানের বাবা সেলিম খান
1/8
এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে এখন বলিউড। হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট রেকর্ড করে ফিরলেন কলকাতায় ফিরলেন রাণু মণ্ডল।
এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে এখন বলিউড। হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট রেকর্ড করে ফিরলেন কলকাতায় ফিরলেন রাণু মণ্ডল।
advertisement
2/8
'ফুলো কা তারো কা', ' পানা কি তামান্না' বা 'জিন্দেগি অওর কুছ ভি নেহি'... দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের 'লতা'।
'ফুলো কা তারো কা', ' পানা কি তামান্না' বা 'জিন্দেগি অওর কুছ ভি নেহি'... দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের 'লতা'।
advertisement
3/8
বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন...তাঁর প্রতিটি গতিবিধিই খবরের শীর্ষে!
বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন...তাঁর প্রতিটি গতিবিধিই খবরের শীর্ষে!
advertisement
4/8
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া 'এক পেয়ার কা নাগমা' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু। এরপরই মেয়েরা ফিরে আসে তাঁর কাছে। আমূল বদলে যায় রাণুর জীবন। তাঁকে নিয়ে যাওয়া হল বিউটি পার্লারে। চুল স্ট্রেট করা হল। কালো রঙ করা হল, পরানো হল দামি শাড়ি। এখানেই শেষ নয়, 'সারেগামা' কোম্পানি তাঁদের ক্যারাভা উপহার দিল রাণুকে।
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া 'এক পেয়ার কা নাগমা' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু। এরপরই মেয়েরা ফিরে আসে তাঁর কাছে। আমূল বদলে যায় রাণুর জীবন। তাঁকে নিয়ে যাওয়া হল বিউটি পার্লারে। চুল স্ট্রেট করা হল। কালো রঙ করা হল, পরানো হল দামি শাড়ি। এখানেই শেষ নয়, 'সারেগামা' কোম্পানি তাঁদের ক্যারাভা উপহার দিল রাণুকে।
advertisement
5/8
তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান।
তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান।
advertisement
6/8
তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান।
তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান।
advertisement
7/8
হিমেশ রেশমিয়া রাণুকে মুম্বইয়ে গানের সুযোগ দিয়েছেন ঠিকই, কিন্তু রাণুর এত বড় সাফল্যের নেপথ্যে রয়েছেন সলমন খানের বাবা সেলিম খান এবং তা জানান হিমেশ নিজেই।
হিমেশ রেশমিয়া রাণুকে মুম্বইয়ে গানের সুযোগ দিয়েছেন ঠিকই, কিন্তু রাণুর এত বড় সাফল্যের নেপথ্যে রয়েছেন সলমন খানের বাবা সেলিম খান এবং তা জানান হিমেশ নিজেই।
advertisement
8/8
একটি শোয়ে হিমেশ জানান, সলমনের বাবা একবার তাঁকে বলেছিলেন, ''জীবনে যখনই কোনও প্রতিভাবান শিল্পীকে দেখবে, সাহায্য কোরো।'' এই কথা কখনও ভোলেননি হিমেশ। কাজেই, যখন তিনি ইন্টারনেটে 'ভাইরাল' রাণুর গান শোনেন, মুম্বইয়ে গান রেকর্ডিংয়ের জন্য ডেকে পাঠান।
একটি শোয়ে হিমেশ জানান, সলমনের বাবা একবার তাঁকে বলেছিলেন, ''জীবনে যখনই কোনও প্রতিভাবান শিল্পীকে দেখবে, সাহায্য কোরো।'' এই কথা কখনও ভোলেননি হিমেশ। কাজেই, যখন তিনি ইন্টারনেটে 'ভাইরাল' রাণুর গান শোনেন, মুম্বইয়ে গান রেকর্ডিংয়ের জন্য ডেকে পাঠান।
advertisement
advertisement
advertisement