লাস্য়ময়ী করিনাকে বিয়ে করেছেন নবাব পরিবারের সইফ আলি খান ৷ কিংবদন্তী মা-বাবার একমাত্র পুত্র কখন যে কাপুর পরিবারের বেবোকে মন দিয়ে বসেছেন তা হয়ত তিনি ঠিক নিজেও বুঝতে পারেননি ৷ সইফ ও করিনা ২০১২ সালের ১৬ অক্টোবর পরস্পরের সঙ্গে ঘর বাঁধেন ৷ নবাবের ঘর আলো করে এসেছে তৈমুর ৷ যাবতীয় স্বপ্ন এখন তাঁকে ঘিরেই ৷
এই তালিকায় নবতম সংযোজন বিরুষ্কা ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার প্রেমপর্ব বহুদিনের ৷ অবশেষে সেই প্রেম পর্ব পরিণতি পায় ইতালিতে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে ৷ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৭ সালের ১১ ডিসেম্বর ৷ তাঁদের ভালবাসাকে কুর্নিশ জানাতে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর উপস্থিত হয়েছিলেন ইতালিতে ৷ এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁদের দিল্লির রিসেপশনে এসেছিলেন নব দম্পতিকে জোড়া গোলাপ দিয়ে শুভেচ্ছাও জানিয়েছিলেন ৷ আপাতত তাঁরা একে অপরের প্রেমে হাবুডবু খাচ্ছেন ৷