যে ভাবে কেটেছিল ধর্মেন্দ্রর শেষ দিনগুলো, পরিবার আর স্বামীকে নিয়ে অবশেষে মুখ খুললেন হেমা মালিনী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
হেমা মালিনী এখন নায়কের শেষ দিনগুলি সম্পর্কে মুখ খুলেছেন এবং তাঁর কথাগুলি হৃদয়বিদারক তো বটেই।
এক সপ্তাহ পেরিয়ে গেল, ২৪ নভেম্বর, ২০২৫ তারিখে ৯০তম জন্মদিনের ঠিক কয়েকদিন আগে মুম্বইয়ের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ার ফউটেজে প্রথম স্ত্রী প্রকাশ কৌর ধরা না দিলেও দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর বসে যাওয়া মুখ ভাইরাল হয়েছে। আর হেমা মালিনী এখন নায়কের শেষ দিনগুলি সম্পর্কে মুখ খুলেছেন এবং তাঁর কথাগুলি হৃদয়বিদারক তো বটেই। (Photo: Instagram)
advertisement
ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর নায়িকার সঙ্গে দেখা করেছিলেন চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রেয়ামি, ইনস্টাগ্রামে তিনি তাঁদের গভীর আবেগঘন কথোপকথনটি শেয়ার করেছেন। "আমি তাঁর সঙ্গে বসেছিলাম এবং তাঁর চেহারায় আমি ভেতরে একটা ভাঙা ভাব দেখতে পেলাম যা তিনি লুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন," তিনি লিখেছেন। (Photo: Instagram)
advertisement
নায়িকা দুই মাস আগের একটি মুহূর্ত খুব ভালভাবে স্মরণ করে বলেন, ‘‘আমি যদি দুই মাস আগে ধর্মেন্দ্রর সঙ্গে খামারে থাকতে পারতাম... আশা করি তাকে সেখানে দেখতে পেতাম।’’ হেমা আরও বলেন যে তিনি সবসময় তাঁর স্বামীকে কবিতা এবং লেখা প্রকাশ করার জন্য উৎসাহিত করতেন, কিন্তু ধর্মেন্দ্র সব সময়েই উত্তর দিতেন, "এখন না... আগে আমাকে আরও কিছু কবিতা লিখে নিতে দাও।’’ (Photo: Instagram)
advertisement
advertisement
ভক্তরা তাঁকে দেখার শেষ সুযোগ না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন, তবুও সেই সিদ্ধান্তের কারণটি প্রকাশ করেছেন: ‘‘ধর্মেন্দ্র নিজেকে সারা জীবন কখনও দুর্বল বা অসুস্থ হিসেবে দেখাতে চাননি। তিনি কাছের মানুষদের কাছ থেকেও তাঁর কষ্ট লুকিয়ে রেখেছিলেন। ব্যক্তি চলে যাওয়ার পরে সিদ্ধান্ত পরিবারের হাতেই থেকে যায়’’, বলছেন হেমা। (Photo: Instagram)
advertisement
advertisement
