স্কুলে পড়ার টাকা ছিল না, খিদে পেলে পার্লে-জি বিস্কুট খেতেন...সেই ছেলেই এখন ৪৪ কোটির বাংলোয়, বলিউডের স্টার হিরো!
- Published by:Tias Banerjee
Last Updated:
Star Hero Of Bollywood: এক সময় দিন কাটাতেন পার্লে-জি বিস্কুট আর ফলের রস খেয়ে। আর এখন তিনি থাকেন ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে। চরম দারিদ্র্য থেকে বলিউড তারকা হয়ে ওঠার এই গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক।
advertisement
advertisement
advertisement
২০১০ সালে রামগোপাল ভার্মার 'রণ' ছবিতে একজন সংবাদ পাঠকের ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু। প্রথম হিরো হিসেবে দেখা যায় দিবাকর ব্যানার্জির 'লাভ সেক্স অর ধোঁকা' ছবিতে। এরপর 'তালাশ', 'কুইন', 'স্ত্রী' এবং 'শহিদ'–এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন। বুঝতেই পারছেন, কথা হচ্ছে রাজকুমার রাওয়ের।
advertisement
রাজকুমার রাওয়ের জন্ম ও বেড়ে ওঠা গুরগাঁওয়ের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাড়িতে ছিল আর্থিক টানাপোড়েন। এমনও দিন গিয়েছে, যখন স্কুল ফি দিতে পারেননি তিনি। তখন তাঁর শিক্ষকরাই এগিয়ে এসে টানা দু’বছর তাঁর ফি দিয়েছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি কখনও নিজের স্বপ্ন ছাড়েননি। অভিনেতা হওয়ার আশায় মুম্বই এসে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
advertisement
advertisement
ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের পরপরই মাকে হারান রাজকুমার। ২০১৯ সালে চলে যান তাঁর বাবাও। সহ-অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। 'কাই পো চে' খ্যাত এই অভিনেতাকে সম্প্রতি দেখা গিয়েছে 'ভিকি-বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' নামক কমেডি ছবিতে। বর্তমানে তিনি 'টোস্টার', 'ভুল চুক মাফ' এবং 'মালিক'–এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন।
advertisement
advertisement
advertisement
‘রণ’ ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় দিয়ে সেই শুরু। তার পর তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন ‘লভ সেক্স অওর ধোকা’ ছবিতে। তার পর ‘শাহিদ’। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রাজকুমার। তত দিন পর্যন্ত সমান্তরাল ছবির অভিনেতায় ভাবা হচ্ছিল তাঁকে। তবে ‘কাই পো চে’, ‘বরেলি কি বরফি’-র মতো ছবি তাঁকে বাণিজ্যিক নায়ক হিসেবে পরিচিতি দেয়।
advertisement