Happy Birthday Jaya Bachchan:শুভ জন্মদিন জয়া বচ্চন, দেখে নিন বিগবি-র সঙ্গে তাঁর কিছু অদেখা ছবি

Last Updated:
অমিতাভ-জয়ার প্রথম ছবি ‘বংশী বিরজু’। ১৯৭২ সালে মুক্তি পায় ছবিটি। একই বছরে তাঁদের আরও একটি ছবি ‘এক নজর’ মুক্তি পায়।
1/10
৭৪ বছরে পা দিলেন জয়া বচ্চন! ১৯৪৮ সালের ৯ এপ্রিল জবলপুরে জন্ম নেন ‘ধন্যি মেয়ে’ (Happy Birthday Jaya Bachchan)!
৭৪ বছরে পা দিলেন জয়া বচ্চন! ১৯৪৮ সালের ৯ এপ্রিল জবলপুরে জন্ম নেন ‘ধন্যি মেয়ে’ (Happy Birthday Jaya Bachchan)!
advertisement
2/10
বলিউডের অন্যতম সফল জুটি অমিতাভ-জয়া। শুধু রুপোলি পর্দা নয়, বাস্তব জীবনেও তাঁদের রসায়ন ব্লকবাস্টার হিট। অমিতাভ-জয়া সুখী গৃহকোণ সত্যি অবাক করে অনেককে!
বলিউডের অন্যতম সফল জুটি অমিতাভ-জয়া। শুধু রুপোলি পর্দা নয়, বাস্তব জীবনেও তাঁদের রসায়ন ব্লকবাস্টার হিট। অমিতাভ-জয়া সুখী গৃহকোণ সত্যি অবাক করে অনেককে!
advertisement
3/10
ছেলে-মেয়ে অভিষেক, শ্বেতাকে নিয়ে জয়া-অমিতাভের সুখী সংসার।
ছেলে-মেয়ে অভিষেক, শ্বেতাকে নিয়ে জয়া-অমিতাভের সুখী সংসার।
advertisement
4/10
১৯৭৩ সালের ৩-রা জুন বিয়ে সেরেছিলেন বিগ বি ও জয়া। কিন্তু ৪৭তম বিবাহবার্ষিকীতে অমিতাভ ফাঁস করেন অজানা রহস্য, তাঁরা নাকি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন।
১৯৭৩ সালের ৩-রা জুন বিয়ে সেরেছিলেন বিগ বি ও জয়া। কিন্তু ৪৭তম বিবাহবার্ষিকীতে অমিতাভ ফাঁস করেন অজানা রহস্য, তাঁরা নাকি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন।
advertisement
5/10
অমিতাভ বচ্চন ইনস্টা পোস্টে জানান,'জনজির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবুজি প্রশ্ন করেছিল কারা যাচ্ছো? জবাব শোনার পর নির্দেশ এল-আগে ওকে বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবুজির কথা মেনে নিলাম।''
অমিতাভ বচ্চন ইনস্টা পোস্টে জানান,'জনজির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবুজি প্রশ্ন করেছিল কারা যাচ্ছো? জবাব শোনার পর নির্দেশ এল-আগে ওকে বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবুজির কথা মেনে নিলাম।''
advertisement
6/10
অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের নির্দেশেই তড়িঘড়ি বিয়ে সারলেন অমিতাভ- জয়া বচ্চন, না হলে লন্ডন সফরটা অধরাই থেকে যেত অমিতাভ-জয়ার!
অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের নির্দেশেই তড়িঘড়ি বিয়ে সারলেন অমিতাভ- জয়া বচ্চন, না হলে লন্ডন সফরটা অধরাই থেকে যেত অমিতাভ-জয়ার!
advertisement
7/10
সিলসিলা, অভিমান,চুপকে চুপকে,মিলির মতো অজস্র ছবিতে জুটি বেঁধেছেন অমিতাভ ও জয়া।
সিলসিলা, অভিমান,চুপকে চুপকে,মিলির মতো অজস্র ছবিতে জুটি বেঁধেছেন অমিতাভ ও জয়া।
advertisement
8/10
সপরিবারে জয়া বচ্চন
সপরিবারে জয়া বচ্চন
advertisement
9/10
অমিতাভ-জয়ার প্রথম ছবি ‘বংশী বিরজু’। ১৯৭২ সালে মুক্তি পায় ছবিটি। একই বছরে তাঁদের আরও একটি ছবি ‘এক নজর’ মুক্তি পায়।
অমিতাভ-জয়ার প্রথম ছবি ‘বংশী বিরজু’। ১৯৭২ সালে মুক্তি পায় ছবিটি। একই বছরে তাঁদের আরও একটি ছবি ‘এক নজর’ মুক্তি পায়।
advertisement
10/10
সপরিবারে বচ্চন! বলিউডে অমিতাভ-জয়ার প্রথম ছবি হওয়ার কথা ছিল ‘গুড্ডি’। এই ছবিতে সই করেন অমিতাভ। কিন্তু পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায় একজন নতুন মুখ খুঁজছিলেন। তাই শমিত ভঞ্জকে নেওয়া হয়।
সপরিবারে বচ্চন! বলিউডে অমিতাভ-জয়ার প্রথম ছবি হওয়ার কথা ছিল ‘গুড্ডি’। এই ছবিতে সই করেন অমিতাভ। কিন্তু পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায় একজন নতুন মুখ খুঁজছিলেন। তাই শমিত ভঞ্জকে নেওয়া হয়।
advertisement
advertisement
advertisement