‘বল্লালদেব’-এর বিয়ে....বাগদান থেকে মেহেন্দি থেকে হলদি, দেখে নিন সব ছবি

Last Updated:
সমস্ত কোভিড প্রটোকল মেনেই হয়েছে রানা-মিহিকার বিয়ের অনুষ্ঠান । বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি।
1/10
• এই লকডাউনে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে। তেমনই করলেন ‘বাহুবলীর খলনায়কও। ছবি: ইনস্টাগ্রাম ।
• এই লকডাউনে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে। তেমনই করলেন ‘বাহুবলীর খলনায়কও। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/10
• ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বল্লালদেব ওরফে রানা ডগ্গুবতিকে নিয়ে। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে চার হাত এক হয়ে গেল বল্লালদেবের । ছবি: ইনস্টাগ্রাম ।
• ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বল্লালদেব ওরফে রানা ডগ্গুবতিকে নিয়ে। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে চার হাত এক হয়ে গেল বল্লালদেবের । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/10
• এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন আগেই। সে খবর সোশ্যাল মিডিয়ায় রানা জানিয়েছিলেন । মিটে গিয়েছে বাগদান পর্বও । ছবি: ইনস্টাগ্রাম ।
• এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন আগেই। সে খবর সোশ্যাল মিডিয়ায় রানা জানিয়েছিলেন । মিটে গিয়েছে বাগদান পর্বও । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/10
• ৮ অগাস্ট, গতকাল ছিল ছাদনাতলা পর্ব । লকডাউনের মধ্যেই ব্যাচেলর ট্যাগ হঠিয়ে দিলেন রানা । তবে সমস্ত কোভিড প্রটোকল মেনেই হয়েছে রানা-মিহিকার বিয়ের অনুষ্ঠান । বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। ছবি: ইনস্টাগ্রাম ।
• ৮ অগাস্ট, গতকাল ছিল ছাদনাতলা পর্ব । লকডাউনের মধ্যেই ব্যাচেলর ট্যাগ হঠিয়ে দিলেন রানা । তবে সমস্ত কোভিড প্রটোকল মেনেই হয়েছে রানা-মিহিকার বিয়ের অনুষ্ঠান । বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/10
• মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর । ছবি: ইনস্টাগ্রাম ।
• মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/10
• মিহিকাকে লকডাউনের মধ্যেই প্রোপজ করেছিলেন রানা । হ্যাঁ বলে দেন তিনিও । তাই চার হাত এক করতে দেরি করেননি রানা ডগ্গুবতী । ছবি: ইনস্টাগ্রাম ।
• মিহিকাকে লকডাউনের মধ্যেই প্রোপজ করেছিলেন রানা । হ্যাঁ বলে দেন তিনিও । তাই চার হাত এক করতে দেরি করেননি রানা ডগ্গুবতী । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/10
• হলদি ও প্রি-ওয়েডিং ফোটোশ্যুটে মিহিকা পরেছিলেন ইউনিক কড়ির সাজ । আর তার সঙ্গে হলুদ লেহেঙ্গায় সেজেছিলেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• হলদি ও প্রি-ওয়েডিং ফোটোশ্যুটে মিহিকা পরেছিলেন ইউনিক কড়ির সাজ । আর তার সঙ্গে হলুদ লেহেঙ্গায় সেজেছিলেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/10
• বিয়ের দিন সকালে ছিল ভাত অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই কনের মা কেঁদে ফেলেন। আদরের মিহিকা পরেছিলেন তাঁর মা’র বিয়ের লেহেঙ্গা । তাই দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিহিকার মা। ছবি: ইনস্টাগ্রাম ।
• বিয়ের দিন সকালে ছিল ভাত অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই কনের মা কেঁদে ফেলেন। আদরের মিহিকা পরেছিলেন তাঁর মা’র বিয়ের লেহেঙ্গা । তাই দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিহিকার মা। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
9/10
• মেহেন্দিতে মিহিকা সেজেছিলেন গাঢ় গোলাপি আউটফিটে । সঙ্গে পরেছিলেন ভারি টিকলি আর দুল। সঙ্গে ছিল হালকা ফুলের গয়নাও । ছবি: ইনস্টাগ্রাম ।
• মেহেন্দিতে মিহিকা সেজেছিলেন গাঢ় গোলাপি আউটফিটে । সঙ্গে পরেছিলেন ভারি টিকলি আর দুল। সঙ্গে ছিল হালকা ফুলের গয়নাও । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
10/10
মেহেন্দি পরার পর ফোটোশ্যুটে ব্যস্ত মিহিকা । ছবি;: ইনস্টাগ্রাম ।
মেহেন্দি পরার পর ফোটোশ্যুটে ব্যস্ত মিহিকা । ছবি;: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement