Guess The Celebrity: 'দিল তো পাগল হ্যায়'-এর এই গানে করিশ্মার 'ব্যাকগ্রাউন্ড'- নাচছেন বলিউডের এক সুপারডুপার হিট নায়ক, চিনতে পারছেন কে? জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
'লে গয়ি' গানে করিশ্মার পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে দেখা যায় একদল তরুণ তুর্কিকে। তাঁদের মধ্যেই রয়েছেন এমন একজন, যিনি পরবর্তীতে বলিউডের সুপারডুপার হিট নায়ক হন। কে বলুন তো?
১৯৯৭ সালে আসমুদ্র হিমাচলে ঝড় তুলেছিল যশ চোপড়ার ছবি 'দিল তো পাগল হ্যায়'! কাঁপিয়ে দিয়েছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত আর করিশ্মা কাপুরের অসামান্য কেমিস্ট্রি। মিউজিক্যাল এই সিনেমার প্রতিটি গান আজও গুনগুনায় সিনেপ্রেমীরা। ছবিটি শুরু হয় 'লে গয়ি' গানে করিশ্মা কাপুরের নাচ দিয়ে। গানটি যেমন হিট করেছিল, তেমনি তুমুল জনপ্রিয় হয়েছিল করিশ্মার নাচ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement