Actress Life Story: নিজের স্বামীর বিয়ে দিতে চেয়েছিলেন অন্য নারীর সঙ্গে... বুকফাটা যন্ত্রণা সুপারহিট নায়িকার, চেনা যাচ্ছে কি!

Last Updated:
Actress Life Story: ১৯৯৫ সালে একটি ছবির সেটে দেখা হয় খুশবু এবং সুন্দরের। সুন্দর সেই সময়কার একটি ঘটনার কথা মনে করে বলেন, দাম্পত্য জীবনের প্রথম কয়েকটি বছর ছিল চাপের।
1/15
৮০-এর দশকে বিনোদন জগৎ দাপিয়ে বেরিয়েছেন শিশুশিল্পী। তবে ষোড়শী হতেই সুন্দরীকে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিনয় করতে দেখা যায়। আজও তাঁর রূপের ছটায় কুপোকাত ভক্তরা।
৮০-এর দশকে বিনোদন জগৎ দাপিয়ে বেরিয়েছেন শিশুশিল্পী। তবে ষোড়শী হতেই সুন্দরীকে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিনয় করতে দেখা যায়। আজও তাঁর রূপের ছটায় কুপোকাত ভক্তরা।
advertisement
2/15
শিশুশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেও কয়েক বছরের মধ্যেই বলিপাড়ার প্রথম সারির নায়ক, জ্যাকি শ্রফ, আমির খানদের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। আজ তিনি প্রখ্যাত রাজনীতিবিদ।
শিশুশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেও কয়েক বছরের মধ্যেই বলিপাড়ার প্রথম সারির নায়ক, জ্যাকি শ্রফ, আমির খানদের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। আজ তিনি প্রখ্যাত রাজনীতিবিদ।
advertisement
3/15
নায়িকা হিসেবে সফল। আজ তিনি বিজেপি-র নেত্রী হিসেবেও সফল। ২০১০ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে কংগ্রেসে যোগদান। তার আগে ডিএমকে-র নেত্রী। এবং শেষ পর্যন্ত ২০২০ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
নায়িকা হিসেবে সফল। আজ তিনি বিজেপি-র নেত্রী হিসেবেও সফল। ২০১০ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে কংগ্রেসে যোগদান। তার আগে ডিএমকে-র নেত্রী। এবং শেষ পর্যন্ত ২০২০ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
advertisement
4/15
কথা হচ্ছে খুশবু সুন্দরের। ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন তিনি। ১৯৭০ সালে মুম্বইয়ে এক মুসলিম পরিবারে জন্ম ছিল। তখন তাঁর নাম ছিল নাখাত খান।
কথা হচ্ছে খুশবু সুন্দরের। ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন তিনি। ১৯৭০ সালে মুম্বইয়ে এক মুসলিম পরিবারে জন্ম ছিল। তখন তাঁর নাম ছিল নাখাত খান।
advertisement
5/15
১৯৮০ সালে যখন তিনি সিনেমায় নামেন, তাঁর বাবা-মা তাঁর স্টেজ নাম হিসেবে নাম রাখেন খুশবু।
১৯৮০ সালে যখন তিনি সিনেমায় নামেন, তাঁর বাবা-মা তাঁর স্টেজ নাম হিসেবে নাম রাখেন খুশবু।
advertisement
6/15
প্রথমবার ‘দ্য বার্নিং ট্রেন’-এ একজন শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। ‘নসীব’, ‘লাওয়ারিস’ এবং ‘কালিয়া’র মতো বলিউডের অন্যান্য হিট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ কয়েকবার স্ক্রিন শেয়ার করেছেন।
প্রথমবার ‘দ্য বার্নিং ট্রেন’-এ একজন শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। ‘নসীব’, ‘লাওয়ারিস’ এবং ‘কালিয়া’র মতো বলিউডের অন্যান্য হিট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ কয়েকবার স্ক্রিন শেয়ার করেছেন।
advertisement
7/15
১৯৮৫ সালে তিনি ১৫ বছর বয়সে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের বিপরীতে ‘জানু’তে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন।
১৯৮৫ সালে তিনি ১৫ বছর বয়সে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের বিপরীতে ‘জানু’তে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন।
advertisement
8/15
কয়েক বছর পরে, তিনি আমির খানের সঙ্গে ‘দিওয়ানা মুজ সা নাহিন’-তে। ৮০-এর দশকের শেষের দিকে খুশবু চেন্নাইতে চলে যান।
কয়েক বছর পরে, তিনি আমির খানের সঙ্গে ‘দিওয়ানা মুজ সা নাহিন’-তে। ৮০-এর দশকের শেষের দিকে খুশবু চেন্নাইতে চলে যান।
advertisement
9/15
দক্ষিণী ছবিতে তাঁর বলিউডের চেয়ে ভাল ফল করতে শুরু করেছিল। ৯০-এর দশকের শেষের দিকে, তিনি পরিবার এবং বাচ্চাদের জন্য ছবি ছেড়ে দেন। শেষ ২০২১ সালে রজনীকান্ত-অভিনীত ‘আন্নাথে’-তে কাজ করেন।
দক্ষিণী ছবিতে তাঁর বলিউডের চেয়ে ভাল ফল করতে শুরু করেছিল। ৯০-এর দশকের শেষের দিকে, তিনি পরিবার এবং বাচ্চাদের জন্য ছবি ছেড়ে দেন। শেষ ২০২১ সালে রজনীকান্ত-অভিনীত ‘আন্নাথে’-তে কাজ করেন।
advertisement
10/15
২০০০ সালে অভিনেতা-পরিচালক সুন্দর সিকে বিয়ে করেন খুশবু। দম্পতির দু’টি মেয়ে রয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন খুশবু চেয়েছিলেন সুন্দর অন্য কাউকে বিয়ে করুন।
২০০০ সালে অভিনেতা-পরিচালক সুন্দর সিকে বিয়ে করেন খুশবু। দম্পতির দু’টি মেয়ে রয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন খুশবু চেয়েছিলেন সুন্দর অন্য কাউকে বিয়ে করুন।
advertisement
11/15
১৯৯৫ সালে একটি ছবির সেটে দেখা হয় খুশবু এবং সুন্দরের। সুন্দর সেই সময়কার একটি ঘটনার কথা মনে করে বলেন, দাম্পত্য জীবনের প্রথম কয়েকটি বছর ছিল চাপের।
১৯৯৫ সালে একটি ছবির সেটে দেখা হয় খুশবু এবং সুন্দরের। সুন্দর সেই সময়কার একটি ঘটনার কথা মনে করে বলেন, দাম্পত্য জীবনের প্রথম কয়েকটি বছর ছিল চাপের।
advertisement
12/15
খুশবুকে এক সময়ে ডাক্তাররা প্রথমদিকে বলেছিলেন যে তিনি কখনওই মা হতে পারবেন না।
খুশবুকে এক সময়ে ডাক্তাররা প্রথমদিকে বলেছিলেন যে তিনি কখনওই মা হতে পারবেন না।
advertisement
13/15
মন ভেঙে যায় খুশবুর। খুশবু চেয়েছিলেন, তাঁর স্বামী তাঁকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করুন। কারণ তিনি জানতেন, তিনি সন্তান ধারণ করতে পারবেন।
মন ভেঙে যায় খুশবুর। খুশবু চেয়েছিলেন, তাঁর স্বামী তাঁকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করুন। কারণ তিনি জানতেন, তিনি সন্তান ধারণ করতে পারবেন।
advertisement
14/15
তবে সুন্দর তাঁর স্ত্রীকে ছাড়তে রাজি হননি। সন্তানহীনতা জন্য স্ত্রীর প্রতি অনুরাগ কমেনি তাঁর। শেষ পর্যন্ত চিকিৎসকদের ভুল প্রমাণিত করে দুই কন্যাসন্তানের জন্ম দেন খুশবু।
তবে সুন্দর তাঁর স্ত্রীকে ছাড়তে রাজি হননি। সন্তানহীনতা জন্য স্ত্রীর প্রতি অনুরাগ কমেনি তাঁর। শেষ পর্যন্ত চিকিৎসকদের ভুল প্রমাণিত করে দুই কন্যাসন্তানের জন্ম দেন খুশবু।
advertisement
15/15
তাঁদের দুই কন্যার নাম অবন্তিকা এবং আনন্দিতা। যাঁর নামানুসারে দম্পতি তাঁদের প্রোডাকশন হাউসের নাম রেখেছেন, অবনী সিনেম্যাক্স।
তাঁদের দুই কন্যার নাম অবন্তিকা এবং আনন্দিতা। যাঁর নামানুসারে দম্পতি তাঁদের প্রোডাকশন হাউসের নাম রেখেছেন, অবনী সিনেম্যাক্স।
advertisement
advertisement
advertisement