Guess the Celebrity: কপালে টিপ, মুখে মিষ্টি হাসি! অভিনয় থেকে সঞ্চালনা, ছবির এই খুদে এখন বিরাট তারকা, বলুন তো ইনি কে

Last Updated:
ছোট্ট এই মেয়েটিকে চিনতে পারছেন? ইনি বর্তমানে টলিউডের অত্যন্ত পরিচিত মুখ, প্রথম সারির নায়িকা।
1/5
ছোট করে কাটা চুল, কপালে ছোট্ট টিপ, গালে হাত দিয়ে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটি, দেখে কি একটু চেনা চেনা লাগছে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
ছোট করে কাটা চুল, কপালে ছোট্ট টিপ, গালে হাত দিয়ে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটি, দেখে কি একটু চেনা চেনা লাগছে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
advertisement
2/5
নাচের ভঙ্গিতে হাত জোড় করে থাকা বাচ্চা মেয়েটি  প্রভাত রায় পরিচালিত সিনেমা 'তুমি এলে তাই' চলচ্চিত্রে প্রথম টলিউডে আত্মপ্রকাশ ঘটে তাঁর।
নাচের ভঙ্গিতে হাত জোড় করে থাকা বাচ্চা মেয়েটি  প্রভাত রায় পরিচালিত সিনেমা 'তুমি এলে তাই' চলচ্চিত্রে প্রথম টলিউডে আত্মপ্রকাশ ঘটে তাঁর।
advertisement
3/5
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি শক্তি সামন্ত ঋতুপর্ণ ঘোষ থেকে অঞ্জন দত্তের মতো খ্যাতনামা সব পরিচালকদের পরিচালনায় কাজ করেছেন। 'অসুখ', 'উৎসব', 'পারমিতার একদিন', 'দেবদাস', 'দাদাঠাকুর', 'দত্ত ভার্সেস দত্ত', 'সত্যান্বেসী', 'একটি তারার খোঁজে' প্রভৃতি নানা ছবিতে তিনি অভিনয় করেছেন।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি শক্তি সামন্ত ঋতুপর্ণ ঘোষ থেকে অঞ্জন দত্তের মতো খ্যাতনামা সব পরিচালকদের পরিচালনায় কাজ করেছেন। 'অসুখ', 'উৎসব', 'পারমিতার একদিন', 'দেবদাস', 'দাদাঠাকুর', 'দত্ত ভার্সেস দত্ত', 'সত্যান্বেসী', 'একটি তারার খোঁজে' প্রভৃতি নানা ছবিতে তিনি অভিনয় করেছেন।
advertisement
4/5
তবে কেবল অভিনয় নয়, সঞ্চালনাতেও তিনি সমান ভাবে দক্ষ। ২০০২ সালে‌ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনি বুঝতে পারলেন তিনি কে?
তবে কেবল অভিনয় নয়, সঞ্চালনাতেও তিনি সমান ভাবে দক্ষ। ২০০২ সালে‌ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনি বুঝতে পারলেন তিনি কে?
advertisement
5/5
তিনি আর কেউ নন টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ অর্পিতা চট্টোপাধ্যায়। শিশু দিবস উপলক্ষে তিনি তাঁর অনুরাগীরাদের সঙ্গে তাঁর ছোটবেলার ছবি ভাগ করে নিয়ে ছিলেন স্যোশাল মিডিয়ায়।
তিনি আর কেউ নন টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ অর্পিতা চট্টোপাধ্যায়। শিশু দিবস উপলক্ষে তিনি তাঁর অনুরাগীরাদের সঙ্গে তাঁর ছোটবেলার ছবি ভাগ করে নিয়ে ছিলেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement