সিঁথি রাঙানো সিঁদুরে, স্বপ্না চৌধুরির নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:
আপনি কি বিয়ে করে ফেললেন? ফ্যানদের প্রশ্ন স্বপ্নের স্বপ্নাকে?
1/5
হরিয়ানার কুইন নামে সারা দেশে ধামাল মাচানো স্বপ্না চৌধুরি -র ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সুপার ভাইরাল হয়ে যায়৷ নিজের লাস্য ও নাচ পাশাপাশি গান সব মিলিয়ে স্বপ্না চৌধুরি এক কমপ্লিট প্যাকেজ ৷ স্বপ্না চৌধুরি -র স্টেজ শ্যো-র জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া ৷ কিন্তু এখন করোনা ভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন জায়গায় লকডাউন থাকায় এইধরণের জলসার আয়োজন সম্পূর্ণ রূপে বন্ধ ৷ এই অবস্থায় স্বপ্নার সোশ্যাল হ্যান্ডেলের জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গেছে ৷ এরইমধ্যে ফের একবার ভাইরাল হরিয়ানভি কুইন ৷ Photo- Swapna Chowdhary/ Instagram
হরিয়ানার কুইন নামে সারা দেশে ধামাল মাচানো স্বপ্না চৌধুরি -র ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সুপার ভাইরাল হয়ে যায়৷ নিজের লাস্য ও নাচ পাশাপাশি গান সব মিলিয়ে স্বপ্না চৌধুরি এক কমপ্লিট প্যাকেজ ৷ স্বপ্না চৌধুরি -র স্টেজ শ্যো-র জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া ৷ কিন্তু এখন করোনা ভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন জায়গায় লকডাউন থাকায় এইধরণের জলসার আয়োজন সম্পূর্ণ রূপে বন্ধ ৷ এই অবস্থায় স্বপ্নার সোশ্যাল হ্যান্ডেলের জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গেছে ৷ এরইমধ্যে ফের একবার ভাইরাল হরিয়ানভি কুইন ৷ Photo- Swapna Chowdhary/ Instagram
advertisement
2/5
এবার অবশ্য কোনও নাচের বা ঠুমকার ভিডিওতে লোকের মন মজেনি ৷ ভাইরাল হয়েছে স্বপ্না চৌধুরির ছবি! যেখানে নায়িকা -গায়িকাকে সিঁদুর পরা অবস্থায় দেখা যাচ্ছে৷ বিবাহিতে নতুন বউরা যেমন সীমান্ত রাঙিয়ে নেন, ঠিক সেভাবেই স্বপ্নার সিঁথিতে উজ্জ্বল উপস্থিতি লাল সিঁদুরের৷ এই ছবি দেখে স্বপ্নার ফ্যানদের ঘুম ছুটে গেছে ৷Photo- Swapna Chowdhary/ Instagram
এবার অবশ্য কোনও নাচের বা ঠুমকার ভিডিওতে লোকের মন মজেনি ৷ ভাইরাল হয়েছে স্বপ্না চৌধুরির ছবি! যেখানে নায়িকা -গায়িকাকে সিঁদুর পরা অবস্থায় দেখা যাচ্ছে৷ বিবাহিতে নতুন বউরা যেমন সীমান্ত রাঙিয়ে নেন, ঠিক সেভাবেই স্বপ্নার সিঁথিতে উজ্জ্বল উপস্থিতি লাল সিঁদুরের৷ এই ছবি দেখে স্বপ্নার ফ্যানদের ঘুম ছুটে গেছে ৷Photo- Swapna Chowdhary/ Instagram
advertisement
3/5
ফ্যানেরা তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তাহলে কি করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে তাঁদের স্বপ্নসুন্দরী বিয়ে করে নেননি তো তিনি৷ তাঁর এই এয়ো স্ত্রী -সাজ ঘুম উড়িয়ে নিয়েছে৷ বারবার সকলের একই প্রশ্ন তাহলে কি বিয়েটা সেরে ফেললেন তিনি৷Photo- Swapna Chowdhary/ Instagram
ফ্যানেরা তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তাহলে কি করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে তাঁদের স্বপ্নসুন্দরী বিয়ে করে নেননি তো তিনি৷ তাঁর এই এয়ো স্ত্রী -সাজ ঘুম উড়িয়ে নিয়েছে৷ বারবার সকলের একই প্রশ্ন তাহলে কি বিয়েটা সেরে ফেললেন তিনি৷Photo- Swapna Chowdhary/ Instagram
advertisement
4/5
স্বপ্না চৌধুরি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিগুলি দিয়েছেন৷ স্বপ্না ছবিতে হলুদ সালোয়ার কামিজ পরেছেন৷ সাজগোজ খুব বেশি নয়, তবে ছবিতে সবচেয়ে যেটা নজর কাড়ছে তাহল তাঁর সীমন্তের উজ্জ্বল সিঁদুরের রেখা৷Photo- Swapna Chowdhary/ Instagram
স্বপ্না চৌধুরি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিগুলি দিয়েছেন৷ স্বপ্না ছবিতে হলুদ সালোয়ার কামিজ পরেছেন৷ সাজগোজ খুব বেশি নয়, তবে ছবিতে সবচেয়ে যেটা নজর কাড়ছে তাহল তাঁর সীমন্তের উজ্জ্বল সিঁদুরের রেখা৷Photo- Swapna Chowdhary/ Instagram
advertisement
5/5
নিজের ছবির ক্যাপশনে স্বপ্না লিখেছেন, 'बीमार हैं वो हमें मुस्कुराता देखकर, ढूंढ दो कोई हकीम उनके लिए...' অর্থাৎ আমাকে হাসতে দেখে ওরা অসুস্থ হয়, ওদের জন্য কোনও ডাক্তার খুঁজে নিয়ে এস৷ ’ এই ট্যাগলাইন কার উদ্দেশ্যে তা অবশ্য পরিষ্কার করেননি হরিয়ানভি স্বপ্না চৌধুরি৷ এই ছবিতেই প্রশ্নের ধুম - আপনি কি বিবাহিত?Photo- Swapna Chowdhary/ Instagram
নিজের ছবির ক্যাপশনে স্বপ্না লিখেছেন, 'बीमार हैं वो हमें मुस्कुराता देखकर, ढूंढ दो कोई हकीम उनके लिए...' অর্থাৎ আমাকে হাসতে দেখে ওরা অসুস্থ হয়, ওদের জন্য কোনও ডাক্তার খুঁজে নিয়ে এস৷ ’ এই ট্যাগলাইন কার উদ্দেশ্যে তা অবশ্য পরিষ্কার করেননি হরিয়ানভি স্বপ্না চৌধুরি৷ এই ছবিতেই প্রশ্নের ধুম - আপনি কি বিবাহিত?Photo- Swapna Chowdhary/ Instagram
advertisement
advertisement
advertisement