Kollywoodএ পা রেখেই রেকর্ড কায়েম উর্বশী রাউতেলার, কত কোটিতে রাজি জানলে মাথা ঘুরবে

Last Updated:
পারিশ্রমিক! কত জানলে মুখের হাঁ বন্ধ করতে পারবেন তো...
1/10
তাঁর ছবি মানেই সোশ্যাল মিডিয়ায় তা সুপার ভাইরাল৷ তিনি বলিউডের বম্বশেল আইটেম নাম্বার ডান্সার উর্বশী রাউতেলা৷ তিনি বিজলি কি তার, তেরে লোড বে , এক লড়কি ভিগি ভাগি সি মিউজিক ভিডিওতেও সুপারহিট পারফরম্যান্স দিয়েছেন৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram
তাঁর ছবি মানেই সোশ্যাল মিডিয়ায় তা সুপার ভাইরাল৷ তিনি বলিউডের বম্বশেল আইটেম নাম্বার ডান্সার উর্বশী রাউতেলা৷ তিনি বিজলি কি তার, তেরে লোড বে , এক লড়কি ভিগি ভাগি সি মিউজিক ভিডিওতেও সুপারহিট পারফরম্যান্স দিয়েছেন৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram
advertisement
2/10
এবার তিনি পা রাখলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সেখানে একটি সায়েন্স ফিকশনে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের বম্বশেলকে৷ তবে ছবির নাম এখনও ঠিক হয়নি৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram
এবার তিনি পা রাখলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সেখানে একটি সায়েন্স ফিকশনে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের বম্বশেলকে৷ তবে ছবির নাম এখনও ঠিক হয়নি৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram
advertisement
3/10
নিজের প্রথম ছবির জন্য তামিল ইন্ডাস্ট্রিতে তিনি ১০ কোটি টাকা পাচ্ছেন পারিশ্রমিক হিসেবে৷ যা তামিল সিনেমায় কোনও অভিনেত্রীর সর্বোচ্চ পেমেন্ট৷  Photo Courtesy- Urvashi Rautela/ Instagram
নিজের প্রথম ছবির জন্য তামিল ইন্ডাস্ট্রিতে তিনি ১০ কোটি টাকা পাচ্ছেন পারিশ্রমিক হিসেবে৷ যা তামিল সিনেমায় কোনও অভিনেত্রীর সর্বোচ্চ পেমেন্ট৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram
advertisement
4/10
advertisement
5/10
advertisement
6/10
* উর্বশী রাউতেলা বলিউডে পা রেখেছেন আইটেম নম্বর করে। তারপর থেকে যা জ্বলওয়া দেখিয়েছেন তাতে আসমুদ্র হিমাচল তার ফ্যান হয়ে গেছে ৷ নিজের ফ্যানদের পছন্দের কথা মাথায় রেখে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন উর্বশী ৷ ছবি: ইনস্টাগ্রাম।
* উর্বশী রাউতেলা বলিউডে পা রেখেছেন আইটেম নম্বর করে। তারপর থেকে যা জ্বলওয়া দেখিয়েছেন তাতে আসমুদ্র হিমাচল তার ফ্যান হয়ে গেছে ৷ নিজের ফ্যানদের পছন্দের কথা মাথায় রেখে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন উর্বশী ৷ ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/10
advertisement
8/10
 * তবে, এই লক ডাউনের বাজারেই শুধু নয়। উর্বশী সব সময় ইনস্টাতে নিজের হট ছবি পোস্ট করেন। এবার তিনি পোস্ট করলেন নীল বিকিনিতে একেবারে লাস্যময়ী ছবি। ছবি: ইনস্টাগ্রাম।
* তবে, এই লক ডাউনের বাজারেই শুধু নয়। উর্বশী সব সময় ইনস্টাতে নিজের হট ছবি পোস্ট করেন। এবার তিনি পোস্ট করলেন নীল বিকিনিতে একেবারে লাস্যময়ী ছবি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/10
* এর আগে তাঁর সমুদ্র সৈকতে বিকিনি পড়া এবং শাওয়ারের নিচে স্নান করার ছবি তুমুল ভাইরাল হয়েছিল। সমুদ্র সৈকতে নীল বিকিনিতে সমুদ্র সৈকতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে কোনও সিনেমার পোস্টার নয়। বেড়াতে গিয়ে ছবি তুলে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেছিলেন তিনি। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
* এর আগে তাঁর সমুদ্র সৈকতে বিকিনি পড়া এবং শাওয়ারের নিচে স্নান করার ছবি তুমুল ভাইরাল হয়েছিল। সমুদ্র সৈকতে নীল বিকিনিতে সমুদ্র সৈকতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে কোনও সিনেমার পোস্টার নয়। বেড়াতে গিয়ে ছবি তুলে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেছিলেন তিনি। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
10/10
* দিন কয়েক আগে ফ্লরোসেন্ট কালারের বিকিনিতে পুলে কার্যত আগুন ধরিয়েছিলেন উর্বশী৷ পুলে আধো শরীর ডুবিয়ে নেটিজেন্দের ক্লিন বোল্ড করে দিয়েছিলেন শরীরী আবেদনে। ছবি: ইনস্টাগ্রাম।
* দিন কয়েক আগে ফ্লরোসেন্ট কালারের বিকিনিতে পুলে কার্যত আগুন ধরিয়েছিলেন উর্বশী৷ পুলে আধো শরীর ডুবিয়ে নেটিজেন্দের ক্লিন বোল্ড করে দিয়েছিলেন শরীরী আবেদনে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement