

গসিপ তো আর সবসময় প্রেম-প্রেম সম্পর্কই হয় না৷ গসিপ (gossip)হয় যখন কারোর সম্পত্তি, টাকা এসবের পরিমাণও জানা যায়৷ এখন নিজের নতুন যে পারিশ্রমিক হাঁকিয়েছে উর্বশী রাউতেলা তাতে বলিউডের তাবড় সুন্দরী ফেল৷ তাঁর ছবি মানেই সোশ্যাল মিডিয়ায় তা সুপার ভাইরাল৷ তিনি বলিউডের বম্বশেল আইটেম নাম্বার ডান্সার উর্বশী রাউতেলা৷ তিনি বিজলি কি তার, তেরে লোড বে , এক লড়কি ভিগি ভাগি সি মিউজিক ভিডিওতেও সুপারহিট পারফরম্যান্স দিয়েছেন৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


এবার তিনি পা রাখলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সেখানে একটি সায়েন্স ফিকশনে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের বম্বশেলকে৷ তবে ছবির নাম এখনও ঠিক হয়নি৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


নিজের প্রথম ছবির জন্য তামিল ইন্ডাস্ট্রিতে তিনি ১০ কোটি টাকা পাচ্ছেন পারিশ্রমিক হিসেবে৷ যা তামিল সিনেমায় কোনও অভিনেত্রীর সর্বোচ্চ পেমেন্ট৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


তাঁর বিকিনি ছবি হক বা দেশীয় পোশাকে শরীর প্রদর্শন৷ সবসময়েই শিরোনাম ছিনিয়ে নেয়৷ নীল বিকিনিতে উপচে পড়ছে যৌবন। নেটিজেনদের বুকে ঝড় তুললেন উর্বশী রাউতেলা। নিমেষে ভাইরাল অভিনেত্রীর হট লুকের ছবি।Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


লক ডাউন। বাইরের বেরনোর কোনও উপায় নেই। তাই ফ্যানদের কোথা ভেবে এই মুহূর্তে নিজের সোশ্যাল হ্যান্ডেল অ্যাকাউন্টে নিয়মিত দারুণ সব ছবি পোস্ট করছেন উর্বশী। Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


উর্বশী রাউতেলা বলিউডে পা রেখেছেন আইটেম নম্বর করে। তারপর থেকে যা জ্বলওয়া দেখিয়েছেন তাতে আসমুদ্র হিমাচল তার ফ্যান হয়ে গেছে ৷ নিজের ফ্যানদের পছন্দের কথা মাথায় রেখে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন উর্বশী ৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


তবে উর্বশীকে কোনও সিনেমায় তেমন বড় চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তবে লক ডাউনের বাজারে নিজের বহু না দেখা ছবির পোস্ট করছেন ফ্যানদের জন্য ৷ Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


উর্বশী সব সময় ইনস্টাতে নিজের হট ছবি পোস্ট করেন। এবার তিনি পোস্ট করলেন নীল বিকিনিতে একেবারে লাস্যময়ী ছবি। Photo Courtesy- Urvashi Rautela/ Instagram


এর আগে তাঁর সমুদ্র সৈকতে বিকিনি পড়া এবং শাওয়ারের নিচে স্নান করার ছবি তুমুল ভাইরাল হয়েছিল। সমুদ্র সৈকতে নীল বিকিনিতে সমুদ্র সৈকতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে কোনও সিনেমার পোস্টার নয়। বেড়াতে গিয়ে ছবি তুলে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেছিলেন তিনি। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। Photo Courtesy- Urvashi Rautela/ Instagram