ভোজপুরী অভিনেত্রী (Bhojpuri Actress) ত্রিশাকর মধু (Trishakar Madhu) -র এমএমএস MMS ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তহলকা হয়ে গেছে৷ বহু মানুষ সেই ভিডিওতে ঢুকে ঢুকে কমেন্ট করছেন৷ কেউ কেউ তাঁর রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ অভিনেত্রীও ফেসবুকের সাহায্যে নিজের মন্তব্য তুলে ধরেছেন৷ এদিকে তাঁর এমএমএস ইন্টারনেটেও শেয়ার হয়ে গেছে৷ ইউটিউবে লোকে এভাবেও ভিডিও পোস্ট করছেন যেখানে কী করে তাঁর এই উত্তেজক ভিডিও ডাউনলোড করা যাবে তার পদ্ধতি ও লিঙ্ক দেওয়া হচ্ছে৷ কেউ কেউ আবার নিজেদের চ্যানেলে ভিডিওটির লাইভ স্ট্রিমিংও করছেন৷
উল্লেখ্য ইউটিউব (Youtube Video) ত্রিশাকর মধু ভিডিও সার্চ করলেই তাঁর ভাইরাল ভিডিও লিঙ্ক, (trisha kar madhu viral video link), কিম্বা ত্রিশাকর মধু ভাইরাল ভিডিও লিঙ্ক ডাউনলোড (trisha kar madhu viral video link Download) করার অপশন গুলো সামনে আসছে৷ , এছা়ড়াও তাঁর ভিডিও-র সঙ্গে টেলিগ্রাম লিঙ্কও আসছে (trisha kar madhu viral video link Telegram) ৷