আজ হল আলিঙ্গন দিবস বা হাগ ডে (Hug Day)। হঠাৎ করে কাউকে জাদু কি ঝাপ্পি দেবো-ই বা কেন? এই প্রশ্ন উঠতেই পারে! কিন্তু আর দিন তিনেক পরেই আসছে ভ্যালেন্টাইন'স ডে বা প্রেম দিবস। আর সেটা যাতে ঝুপ করে এসে টুপ করে চলে না যায়, তার জন্য সাত দিন ধরে অনেক উদযাপন চলে। ভালোবেসে কেউ কাউকে আলিঙ্গন করতেই পারেন, এতে দোষের কিছু নেই। বিশেষ করে আজকের এই হাগ ডে-তে ভালোবাসার মানুষকে দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরেন অনেকেই। আর ভালোবাসার মানুষ মানেই যে সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডই হতে হবে তা নয়। বাবা, মা, ভাই, বোন, বন্ধু এমনকি অফিসের বসও হতে পারে। তবে সাদামাটা মানুষদের আলিঙ্গন নিয়ে কে-ই বা মাথা ঘামায়! খবর হয় তখনই, যখন সেটা তারকাদের নিয়ে হয়। এই যেমন ধরুন অমুক তারকার সঙ্গে তমুক তারকার মুখ দেখাদেখি নেই এক যুগ ধরে। আচমকা কোনও এক অনুষ্ঠানে দুই তারকা হেসে হেসে আলিঙ্গন করলেন পরস্পরকে। ব্যস, খচাখচ ছবি উঠে সেটাই ব্রেকিং নিউজ হয়ে গেল। বলিউডের এরকম কয়েকটি আলিঙ্গনের দৃশ্য আজও অনেকে ভুলতে পারেননি। আলিঙ্গন দিবসে সেরকম কয়েকটি দৃশ্য আবার একবার ফিরে দেখা!
২) ২০১৪ সালকে আলাদা করে মনে রাখা উচিৎ শুধুই কয়েকটি বিশেষ আলিঙ্গনের জন্য। এই বছরটি অন্ততপক্ষে সলমন খানের জন্য পুরনো ক্ষত সারিয়ে নেওয়ার সময়। শুধু পেশাদারি শত্রুতা নয়, তিনি সহজ করে নিয়েছেন ব্যক্তিগত ভুলবোঝাবুঝিও। প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) স্বামী অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) জড়িয়ে ধরা তার প্রমাণ।