

একটা মেগা বিয়ে হয়ে গেল৷ দীর্ঘদিনের গার্লফ্রেন্ড দেবলীনা কুমারের সঙ্গে বিয়ে সারলেন গৌরবের সঙ্গে৷ Photo Courtesy- Instagram Photo Courtsey- Instagram


উত্তম কুমারের নাতির বিয়ের দ্বিতীয় ইনিংসের সূচনা হল ৯ ডিসেম্বর৷ দম্পতি বিয়ের আগে থেকেই নিজেদের কাজের মাধ্যমে দারুণ পপুলার৷ আর বিয়ের বিয়ের পর সেই জনপ্রিয়তা আর বাড়বে এমনটাই মত তাঁদের ফ্যানদের৷Photo Courtesy- Instagram


খড়কুটো -র গুনগুন অর্থাৎ তৃণা আর কৃষ্ণকলির নিখিলের প্রেমের সম্পর্কও দীর্ঘদিনের৷ তাঁরাও তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন৷ Photo Courtesy- Instagram


৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই কপোত-কপোতী৷ সোশ্যাল মিডিয়ায় দুজনেই খুব অ্যাক্টিভ ৷ আর তাই তাঁদের বিয়ের সব আপডেটের জন্যেই সেখানেই নজর রাখবেন৷ Photo Courtesy- Instagram


টলিউড বললেই যাঁদের প্রেম কাহিনী সকলের মুখে মুখে ফেরে তাঁরা হলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা৷ Photo Courtesy- Instagram


সম্প্রতি অনির্বাণের বিয়ের পোস্টে শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছিলেন তাড়াতাড়ি যোগ দিচছি তোমাদের দলে৷ Photo Courtesy- Instagram


টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত চেনা দুই মুখ প্রমিতা, তাঁর বিয়ে হবে আরেক পরিচিত মুখ রুদ্রজিতের সঙ্গে৷ একাধিক সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেন দুজনেই৷ এই মুহূর্তে জীবনসাথী ধারাবাহিকে কাজ করছেন রুদ্রজিৎ আর প্রমিতা কাজ শেষ করেছেন এখানে আকাশ নীলের৷ Photo Courtesy- Instagram


লক্ষ্মীপুজো হোক বা বিজয়ার সিঁদুরখেলা সর্বত্রই রুদ্রজিতের সঙ্গে তৃণাকে পাওয়া যায়৷ এঁদের রেজিস্ট্রি ম্যারেজ এই বছরেই হওয়ার সম্ভবনা জানিয়েছে ওয়াকিবহাল মহল৷ Photo Courtesy- Instagram


শ্রীমা ও গৌরবের প্রেমও আর গসিপ লেভেলে নেই৷ তাঁরা দুজনেই বেশ চুটিয়ে প্রেম করছেন একসঙ্গে ঘুরেও এসেছেন থাইল্যান্ডে৷ Photo Courtesy- Instagram