Samantha Akkineni : বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সামান্থা আক্কিনেনি! ফ্যামিলি ম্যান ২ অভিনেত্রী যা বললেন...

Last Updated:
Samantha Akkineni : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্য ফ্যামিলি ম্যান সিজন 2-তে শ্রীলঙ্কার তামিলিয়ান মহিলা রাজির চরিত্রে অভিনয় করেছিলেন সামান্তা।
1/10
জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছেয়ে গেছে অন্তর্জালে। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে আর থাকছেন না তিনি, এমন গুঞ্জন চাউর হওয়ার পর এবার খবর; সিনেমা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এই দক্ষিণী ডিভা।
জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছেয়ে গেছে অন্তর্জালে। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে আর থাকছেন না তিনি, এমন গুঞ্জন চাউর হওয়ার পর এবার খবর; সিনেমা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এই দক্ষিণী ডিভা।
advertisement
2/10
কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে সামান্থা-চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন গাঢ় হয়।
কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে সামান্থা-চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন গাঢ় হয়।
advertisement
3/10
এমনও খবর প্রকাশিত হয়, পারিবারিক কারণে নাগা চৈতন্য কোনও পরিচালক ও প্রযোজকের ফোন ধরছেন না। তবে উভয় পক্ষ থেকেই বিচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এমনও খবর প্রকাশিত হয়, পারিবারিক কারণে নাগা চৈতন্য কোনও পরিচালক ও প্রযোজকের ফোন ধরছেন না। তবে উভয় পক্ষ থেকেই বিচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
advertisement
4/10
সাম্প্রতিককালে দ্য ফিল্ম কম্পেনিয়ানের একটি সাক্ষাৎকারে, সামান্থাকে এই পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর পদবি মুছে দেওয়া সম্পর্কে প্রশ্ন শুনে অভিনেত্রী হাসেন এবং বলেন তিনি কেবল গসিপ এবং গুজবে সাড়া দেবেন যখন তার মনে হবে।
সাম্প্রতিককালে দ্য ফিল্ম কম্পেনিয়ানের একটি সাক্ষাৎকারে, সামান্থাকে এই পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর পদবি মুছে দেওয়া সম্পর্কে প্রশ্ন শুনে অভিনেত্রী হাসেন এবং বলেন তিনি কেবল গসিপ এবং গুজবে সাড়া দেবেন যখন তার মনে হবে।
advertisement
5/10
অন্য সবার মতো, তিনিও তাঁর নিজের মতামতের অধিকারী। সেইসঙ্গে সামান্থা বলেন তিনি এমন কেউ নন যে বিতর্কের মুখে তার মন হারিয়ে ফেলেন।
অন্য সবার মতো, তিনিও তাঁর নিজের মতামতের অধিকারী। সেইসঙ্গে সামান্থা বলেন তিনি এমন কেউ নন যে বিতর্কের মুখে তার মন হারিয়ে ফেলেন।
advertisement
6/10
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্য ফ্যামিলি ম্যান সিজন 2-তে শ্রীলঙ্কার তামিলিয়ান মহিলা রাজির চরিত্রে অভিনয় করেছিলেন সামান্তা। সিরিজ মুক্তির পরপরই তিনিও তাঁর চরিত্রের জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকে উদাহরণ টেনে তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া ট্রোল এবং বিতর্ক তাঁকে প্রভাবিত করে না।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্য ফ্যামিলি ম্যান সিজন 2-তে শ্রীলঙ্কার তামিলিয়ান মহিলা রাজির চরিত্রে অভিনয় করেছিলেন সামান্তা। সিরিজ মুক্তির পরপরই তিনিও তাঁর চরিত্রের জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকে উদাহরণ টেনে তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া ট্রোল এবং বিতর্ক তাঁকে প্রভাবিত করে না।
advertisement
7/10
সম্প্রতি গুঞ্জন ছড়ায়, সুপারস্টার প্রভাস ও পবন কল্যাণের সঙ্গে কাজ করছেন সামান্থা আক্কিনেনি। তবে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সামান্থা জানিয়েছেন, ‘আমি কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হইনি।
সম্প্রতি গুঞ্জন ছড়ায়, সুপারস্টার প্রভাস ও পবন কল্যাণের সঙ্গে কাজ করছেন সামান্থা আক্কিনেনি। তবে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সামান্থা জানিয়েছেন, ‘আমি কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হইনি।
advertisement
8/10
পরিকল্পনা করছি কয়েক মাসের জন্য বিরতি (সিনেমা থেকে) নেব। ১১ বছর ধরে আমি কোনও বিরতি নিইনি। আমি মনে করি, অভিনেতাদের সাময়িক বিরতি প্রয়োজন। না হলে ভয় লাগে, আমি বোধ হয় শেষ হয়ে যাব।’
পরিকল্পনা করছি কয়েক মাসের জন্য বিরতি (সিনেমা থেকে) নেব। ১১ বছর ধরে আমি কোনও বিরতি নিইনি। আমি মনে করি, অভিনেতাদের সাময়িক বিরতি প্রয়োজন। না হলে ভয় লাগে, আমি বোধ হয় শেষ হয়ে যাব।’
advertisement
9/10
সম্প্রতি সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায় ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।
সম্প্রতি সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায় ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।
advertisement
10/10
একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।
একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।
advertisement
advertisement
advertisement