Saif-Kareena son:অবশেষে ফাঁস হল করিনা-সৈফের ছোট ছেলের নাম!
- Published by:Pooja Basu
Last Updated:
ছোট ছেলের নাম কী রেখেছেন সইফিনা (Saifina Son), সেই খবর এবার প্রকাশ্যে এসেছে।
advertisement
•আসলে শোনা গিয়েছিল যে ছোট ছেলের ব্যাপারে এবার একটু বেশিই সাবধানতা অবলম্বন করছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলি খান (Saif Ali Khan)। বড় ছেলে তৈমুর আলি খানকে (Taimur Ali Khan) নিয়ে যে হইচই হয় সংবাদমাধ্যমে, তার জন্য সবাই তো এক বাক্যে দোষ দিয়েছে মা-বাবাকেই; এমনকী ছেলের ঠাকুমা শর্মিলা ঠাকুরও (Sharmila Tagore) এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সবার সামনেই। এবার সেই ছেলের নাম সামনে এল৷ ছেলের নাম রাখা হয়েছে জেহ (Jeh)৷ তবে...
advertisement
•তবে এটা তো দেখাই গিয়েছে যে সইফিনা এখনও পর্যন্ত ছোট ছেলের এমন কোনও ছবি শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার মুখটা স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায়। নিরাপত্তা এবার এতটাই কড়া যে পাপারাৎজ্জিরাও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। একজন অবশ্য সইফিনার বাড়ির দেওয়ালে উঠে ক্যামেরার জুম লেন্স ব্যবহারের চেষ্টা করেছিলেন কিন্তু অর্জুন কাপুরের (Arjun Kapoor) কাছে বকুনি খেয়ে পিছু হটতে বাধ্য হন তিনি!
advertisement
•সে যা-ই হোক, ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন বা না করুন, ছোট ছেলের নাম কী রেখেছেন সইফিনা, সেই খবর এবার প্রকাশ্যে এসেছে। এটাও জানা গিয়েছে যে সইফিনা এবার ছোট ছেলের নাম রাখা নিয়েও বেশ চিন্তায় না কি ছিলেন; তৈমুরের বেলায় যে সমালোচনা হয়েছিল সেটার পুনরাবৃত্তি তাঁরা চান না! অনেক নাম বাছাই হয়েছিল, কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে সবক'টাই! এমনকী একবার ঠাকুর্দা মনসুর আলি খান পতৌদির (Mansoor Ali Khan Pataudi) নামটাও একবার রাখার কথা ভাবা হয়েছিল!
advertisement
advertisement