'RSS Swag', খাকি হাফ প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:
1/7
♦ ‘মেট গালা’থেকে ‘কান’-সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী তথা বিশ্ব বিখ্যাত পপ সিঙ্গার নিক জোনাস ৷
♦ ‘মেট গালা’থেকে ‘কান’-সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী তথা বিশ্ব বিখ্যাত পপ সিঙ্গার নিক জোনাস ৷
advertisement
2/7
♦ আর নিক-প্রিয়াঙ্কা যেই কাজটাই করছেন, সেটাই ভাইরাল হয়ে উঠছে ৷
♦ আর নিক-প্রিয়াঙ্কা যেই কাজটাই করছেন, সেটাই ভাইরাল হয়ে উঠছে ৷
advertisement
3/7
♦ এই তো কিছুদিন বিনা ব্লাউজ শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন দেশি গার্ল ৷
♦ এই তো কিছুদিন বিনা ব্লাউজ শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন দেশি গার্ল ৷
advertisement
4/7
♦ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোলড হয়েছিলেন প্রিয়াঙ্কা ৷
♦ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোলড হয়েছিলেন প্রিয়াঙ্কা ৷
advertisement
5/7
♦ এ বার ফের ট্রোলিংয়ের শিকার পিগি চপস ৷ এ বারও তিনি ট্রোলিংয়ের শিকার পোশাকের কারণেই ৷
♦ এ বার ফের ট্রোলিংয়ের শিকার পিগি চপস ৷ এ বারও তিনি ট্রোলিংয়ের শিকার পোশাকের কারণেই ৷
advertisement
6/7
 ♦ নিউইয়র্কে নিজের বাড়ি থেকে বেরনোর সময় ছবি শিকারীদের ক্যামেরাবন্দি হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক।
♦ নিউইয়র্কে নিজের বাড়ি থেকে বেরনোর সময় ছবি শিকারীদের ক্যামেরাবন্দি হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক।
advertisement
7/7
♦ আসলে  প্রিয়াঙ্কাকে কালো হেনলি, কালো ব্লেজারের সঙ্গে হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট ও খাকি হাফ প্যান্টে দেখা যায়। আর এই নিয়েই সুরু হয়েছে ট্রোলিং ৷ কিন্তু কেন?
♦ আসলে প্রিয়াঙ্কাকে কালো হেনলি, কালো ব্লেজারের সঙ্গে হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট ও খাকি হাফ প্যান্টে দেখা যায়। আর এই নিয়েই সুরু হয়েছে ট্রোলিং ৷ কিন্তু কেন?
advertisement
advertisement
advertisement