Poonam Pandey Sherlyn Chopra : পর্ন ইন্ডাস্ট্রিতে এনেছিল কে? রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া!

Last Updated:
Poonam Pandey Sherlyn Chopra : অ্যাডাল্ট ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে। শোনা যায়, বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন দুই অভিনেত্রী।
1/9
বহু দিন ধরেই নাকি পর্ন ফিল্ম তৈরির সঙ্গে যুক্ত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে মুম্বই পুলিশের। তাঁদের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এই র‍্যাকেটের মাথা ছিলেন রাজই।
বহু দিন ধরেই নাকি পর্ন ফিল্ম তৈরির সঙ্গে যুক্ত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে মুম্বই পুলিশের। তাঁদের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এই র‍্যাকেটের মাথা ছিলেন রাজই।
advertisement
2/9
পর্ন ছবি তৈরির ব্যবসায় একটি OTT প্ল্যাটফর্ম তৈরি করে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেট্টি-র স্বামী, দাবি মুম্বই পুলিশের। উমেশ কামাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর গোটা বিষয়টি সামনে আসে। ইংল্যান্ডে থেকে ব্যবসা চালাচ্ছিলেন উমেশ। তিনি আবার এর আগে রাজের কোম্পানিতে কাজ করতেন।
পর্ন ছবি তৈরির ব্যবসায় একটি OTT প্ল্যাটফর্ম তৈরি করে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেট্টি-র স্বামী, দাবি মুম্বই পুলিশের। উমেশ কামাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর গোটা বিষয়টি সামনে আসে। ইংল্যান্ডে থেকে ব্যবসা চালাচ্ছিলেন উমেশ। তিনি আবার এর আগে রাজের কোম্পানিতে কাজ করতেন।
advertisement
3/9
চলতি বছরের শুরুতেই অভিনেত্রী গহেনা বশিষ্ঠ-সহ ন'জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন থেকেই এই কেসে তদন্ত চালাচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে গহেনার ই-মেল থেকে মিলেছে একাধিক নীল ছবির ভিডিও। বেশিরভাগ ছবিই আমেরিকায় পাঠানো হত। এবং এক-একটি ছবির জন্য নেওয়া হত দু’ থেকে আড়াই লক্ষ টাকা।
চলতি বছরের শুরুতেই অভিনেত্রী গহেনা বশিষ্ঠ-সহ ন'জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন থেকেই এই কেসে তদন্ত চালাচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে গহেনার ই-মেল থেকে মিলেছে একাধিক নীল ছবির ভিডিও। বেশিরভাগ ছবিই আমেরিকায় পাঠানো হত। এবং এক-একটি ছবির জন্য নেওয়া হত দু’ থেকে আড়াই লক্ষ টাকা।
advertisement
4/9
অ্যাডাল্ট ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে। প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করেন তাঁরা। শোনা যায়, বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন দুই অভিনেত্রী। সূত্রের খবর মানলে সেই সময়ও এক একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।
অ্যাডাল্ট ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে। প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করেন তাঁরা। শোনা যায়, বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন দুই অভিনেত্রী। সূত্রের খবর মানলে সেই সময়ও এক একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।
advertisement
5/9
শোনা গিয়েছে, দেশে তৈরি অ্যাপের মাধ্যমে পর্ন কনটেন্টগুলি তৈরি করা হত। তারপর তা বিদেশের এক OTT প্ল্যাটফর্মে আপলোড করা হত। সাতদিন পর নাকি সেগুলি আপনা থেকেই ডিলিট হয়ে যেত। এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদেরও জড়ানো হত বলে অভিযোগ।
শোনা গিয়েছে, দেশে তৈরি অ্যাপের মাধ্যমে পর্ন কনটেন্টগুলি তৈরি করা হত। তারপর তা বিদেশের এক OTT প্ল্যাটফর্মে আপলোড করা হত। সাতদিন পর নাকি সেগুলি আপনা থেকেই ডিলিট হয়ে যেত। এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদেরও জড়ানো হত বলে অভিযোগ।
advertisement
6/9
গত বছর রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পুনম পাণ্ডেও। পুনমের অভিযোগ ছিল মূলত রাজের সংস্থার বিরুদ্ধে। রাজের কোম্পানি আর্মসপ্রাইম মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিনি। রাজের কোম্পানির সঙ্গে একটি নতুন অ্যাপের বিষয়ে চুক্তি হয়েছিল পুনমের।
গত বছর রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পুনম পাণ্ডেও। পুনমের অভিযোগ ছিল মূলত রাজের সংস্থার বিরুদ্ধে। রাজের কোম্পানি আর্মসপ্রাইম মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিনি। রাজের কোম্পানির সঙ্গে একটি নতুন অ্যাপের বিষয়ে চুক্তি হয়েছিল পুনমের।
advertisement
7/9
ঠিক হয়েছিল তাঁর নামেই ওই অ্যাপ চালু হবে। অ্যাপটি ছিল একটি অ্যাডাল্ট অ্যাপ। এর ফলে কোম্পানির যা লাভ হবে তার একটা অংশ চলে যাবে মডেলের নামে। কিন্তু পরে তিনি জানতে পারেন এই লভ্যাংশের চুক্তির মধ্যে একটা বড় গরমিল রয়েছে। এরপরেই রাজের কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে দেন পুনম।
ঠিক হয়েছিল তাঁর নামেই ওই অ্যাপ চালু হবে। অ্যাপটি ছিল একটি অ্যাডাল্ট অ্যাপ। এর ফলে কোম্পানির যা লাভ হবে তার একটা অংশ চলে যাবে মডেলের নামে। কিন্তু পরে তিনি জানতে পারেন এই লভ্যাংশের চুক্তির মধ্যে একটা বড় গরমিল রয়েছে। এরপরেই রাজের কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে দেন পুনম।
advertisement
8/9
কিন্তু তারপরেই শুরু হয় আসল সমস্যা। পুনমের ব্যক্তিগত ফোন নম্বরে সারাদিন ধরে একের পর এক ফোন আসতে থাকে। সেই সব ফোনে অশ্লীল প্রস্তাব দেওয়া হত বলে জানিয়েছিলেন তিনি। এরপরেই বিষয়টা নিয়ে পুলিসের দ্বারস্থ হন পুনম।
কিন্তু তারপরেই শুরু হয় আসল সমস্যা। পুনমের ব্যক্তিগত ফোন নম্বরে সারাদিন ধরে একের পর এক ফোন আসতে থাকে। সেই সব ফোনে অশ্লীল প্রস্তাব দেওয়া হত বলে জানিয়েছিলেন তিনি। এরপরেই বিষয়টা নিয়ে পুলিসের দ্বারস্থ হন পুনম।
advertisement
9/9
অভিযোগ ছিল পুনমের ভিডিও শেয়ার করে মুনাফা লুটছিল রাজের কোম্পানি। একইধরনের অভিযোগ শার্লিনেরও। উল্লেখ‍্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্র প্রশাসনের সাইবার সেলে পর্ন তৈরি ও তা ছড়ানোর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, যার ভিত্তিতে সোমবার গ্রেফতার হন রাজ।
অভিযোগ ছিল পুনমের ভিডিও শেয়ার করে মুনাফা লুটছিল রাজের কোম্পানি। একইধরনের অভিযোগ শার্লিনেরও। উল্লেখ‍্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্র প্রশাসনের সাইবার সেলে পর্ন তৈরি ও তা ছড়ানোর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, যার ভিত্তিতে সোমবার গ্রেফতার হন রাজ।
advertisement
advertisement
advertisement