এবার প্রকাশ্যে এল নেহা-অঙ্গদের মেয়ে, মেহরের প্রথম ছবি

Last Updated:
1/8
•• গতকাল সামনে এসেছিল নেহা-অঙ্গদের মেয়ের প্রথম ছবি ৷ কিন্তু তাতে শুধুই পা দুটি দেখা গিয়েছিল খুদের ৷ এবার মেহর ধুপিয়া বেদির ছবি সম্পূর্ণ ছবি প্রকাশ্যে আনলেন দাদু বিষাণ বেদি ৷ ছবি: ট্যুইটার ৷
•• গতকাল সামনে এসেছিল নেহা-অঙ্গদের মেয়ের প্রথম ছবি ৷ কিন্তু তাতে শুধুই পা দুটি দেখা গিয়েছিল খুদের ৷ এবার মেহর ধুপিয়া বেদির ছবি সম্পূর্ণ ছবি প্রকাশ্যে আনলেন দাদু বিষাণ বেদি ৷ ছবি: ট্যুইটার ৷
advertisement
2/8
•• গত ১০ মে হঠাৎ সন্ধেবেলায় নেহা ধুপিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট-হালকা গোলাপি লহেঙ্গায় সেজে, অঙ্গদ বেদির সঙ্গে বিয়ের পিঁড়িতে নায়িকা ৷ শোরগোল পড়ে গেল চারদিকে ৷ বিয়ে হয়ে গিয়েছে নায়িকার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• গত ১০ মে হঠাৎ সন্ধেবেলায় নেহা ধুপিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট-হালকা গোলাপি লহেঙ্গায় সেজে, অঙ্গদ বেদির সঙ্গে বিয়ের পিঁড়িতে নায়িকা ৷ শোরগোল পড়ে গেল চারদিকে ৷ বিয়ে হয়ে গিয়েছে নায়িকার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
•• এত লুকোচুরি করে বিয়ে করার কী ছিল? প্রশ্ন উঠতে শুরু করল ৷ কানাঘুষো শোনা গেল-নেহা নাকি প্রেগন্যান্ট ! যদিও এ নিয়ে তখনও মুখ খোলেননি অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• এত লুকোচুরি করে বিয়ে করার কী ছিল? প্রশ্ন উঠতে শুরু করল ৷ কানাঘুষো শোনা গেল-নেহা নাকি প্রেগন্যান্ট ! যদিও এ নিয়ে তখনও মুখ খোলেননি অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
 •• শেষ পর্যন্ত অঙ্গদ ও নেহা নিজেরাই জানান যে, তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে ৷ সন্তানসম্ভবা নেহা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• শেষ পর্যন্ত অঙ্গদ ও নেহা নিজেরাই জানান যে, তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে ৷ সন্তানসম্ভবা নেহা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
•• গত ১৮ নভেম্বর মুম্বইয়ের একটি অভিজাত হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন নেহা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• গত ১৮ নভেম্বর মুম্বইয়ের একটি অভিজাত হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন নেহা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
•• মঙ্গলবার মেয়ের নাম কী রাখা হয়েছেন জানালেন অঙ্গদ ৷ তিনি একটি পোস্ট করে জানান, তাঁর মেয়ের নাম রাখা হল- মেহর ধুপিয়া বেদী ৷ মেহর হল একটি পার্সি শব্দ ৷ যার অর্থ হল আশীর্বাদ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• মঙ্গলবার মেয়ের নাম কী রাখা হয়েছেন জানালেন অঙ্গদ ৷ তিনি একটি পোস্ট করে জানান, তাঁর মেয়ের নাম রাখা হল- মেহর ধুপিয়া বেদী ৷ মেহর হল একটি পার্সি শব্দ ৷ যার অর্থ হল আশীর্বাদ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
•• নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মেয়ের প্রথম ছবি পোস্ট করে অঙ্গদ লেখেন, ''ভাইগুরু মেহর করে।’’অর্থাৎ গুরুর আশীর্বাদ করুন। ছবি: ইনস্টাগ্রাম ৷
•• নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মেয়ের প্রথম ছবি পোস্ট করে অঙ্গদ লেখেন, ''ভাইগুরু মেহর করে।’’অর্থাৎ গুরুর আশীর্বাদ করুন। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
•• ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট মেহর শুয়ে রয়েছে হাসপাতালের বেবি কটে ৷ বিষাণ লিখেছেন, গ্র্যান্ড পেরেন্টদের কাছে মেহর হল আরও একটা লাইফ লাইন ৷ গড ব্লেস লিটল ওয়ান ৷ ছবি: ট্যুইটার ৷
•• ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট মেহর শুয়ে রয়েছে হাসপাতালের বেবি কটে ৷ বিষাণ লিখেছেন, গ্র্যান্ড পেরেন্টদের কাছে মেহর হল আরও একটা লাইফ লাইন ৷ গড ব্লেস লিটল ওয়ান ৷ ছবি: ট্যুইটার ৷
advertisement
advertisement
advertisement