বলিউড ছবির অন্তরঙ্গ দৃশ্যে নিজেকে সামলাতে পারেননি যে সব অভিনেতারা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেটে যে নায়িকারা লজ্জার মুখে পড়েছেন এবং পরবর্তীতে সেই অভিনেতাদের সঙ্গে আর কাজ করতে চাননি৷
▪️বলিউডে এমন অনেক রোম্যান্টিক অন্তরঙ্গ দৃশ্য বা ধর্ষণের দৃশ্য শ্যুটের সময় বহু ক্ষেত্রে নায়িকাদের পড়তে হয়েছে অভিনেতাদের অভ্যবতার জালে! অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেটে যে নায়িকারা লজ্জার মুখে পড়েছেন এবং পরবর্তীতে সেই অভিনেতাদের সঙ্গে আর কাজ করতে চাননি৷ পেশাদারি মনোভাব সরে গিয়ে কোথাও অভিনেতাদের ব্যক্তিগত আবেদন ধরা পড়েছে নায়িকাদের সমানে৷ আর তাতেই বেড়েছে অস্বস্তি৷ বলিউডের তেমনই কিছু শ্যুটিং-এর ঘটনা তুলে ধরা হল৷
advertisement
advertisement
advertisement
▪️জয়াপ্রধার সঙ্গে একটি ছবিতে অভিনয় করছিলেন দলিপ তাহিল৷ শ্যুটির শুরু হতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দলিপ৷ জয়াপ্রদাকে বহপূর্বক ধরে ফেলেন৷ এতে জয়ার ওপর চাপ তৈরি হয়৷ নিজেকে দলিপের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ন জয়া৷ তারপর তিনি দলিপকে চড় মারেন এবং তাঁকে মনে করিয়ে দেন যে এটি বাস্তব নয়, ছবির শ্যুট চলছে৷
advertisement
advertisement