‘‘মেয়ের মুখ চেয়েই যৌন হেনস্তা মেনে নিয়েছি’’- বিস্ফোরক টেলি সিরিয়ালের অভিনেত্রী
Last Updated:
advertisement
advertisement
৬৫০ এপিসোড পার করে ফেলা ‘উপ্পুম মোলাগামে’ পাঁচ সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করেন নিশা ৷ এটা সিরিয়ালের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ৷ তাঁকে সিরিয়ালের শুরুর সময় থেকেই বিভিন্ন কুপ্রস্তাব দিতেন প্রযোজক ৷ তাঁর সিরিয়ালে যেহেতু অভিনয় করছেন নিশা তাই তাঁর কাছ থেকে সেক্সুয়াল অ্যাডভানটেজ পেতে চাইতেন ৷ Photo Courtesy - Nisha Sarang Facebook Handle
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে তিনি নেই এই সময়ে তাঁর চরিত্রের অভিনেত্রী বদল করে দিয়েছেন প্রযোজক ৷ অভিনেত্রীর মতে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা মেনে নিয়েও তিনি কাজটা করতেন পরিবারের স্বার্থে, তাঁর মেয়ের স্বার্থে ৷ কারণ এটাই তাঁর পরিবারের উপার্জনের পথ ছিল ৷ কিন্তু এবার তিনি আর চুপ করে থাকবেন না এর শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন ৷ Photo Courtesy - Nisha Sarang Facebook Handle